এক্সপ্লোর
তেল চুরি করে ১০ বছরে কোটিপতি, গ্রেফতার মথুরার মাফিয়া!

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়লেন কোটিপতি তেল মাফিয়া মনোজ গোয়েল। মথুরা শোধনাগারের পাইপ থেকে চুরি করে তেল বিক্রির অভিযোগ রয়েছে মনোজের বিরুদ্ধে। আর এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন তিনি। ১০০ কোটি টাকার মালিক তেলের কালো কারবারের মাস্টারমাইন্ড মনোজের কীর্তির বিভিন্ন তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গে বেশ কিছু আধিকারিকের সঙ্গে সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। তেলের কালো কারবারের দৌলতেই একসময় শাহগঞ্জের ঘিঞ্জি এলাকার বাসিন্দা মনোজ নেহরু নগরে এক বিশাল বাংলোতে উঠে আসেন। ১০ বছরের মধ্যেই তিনি ২০ টির বেশি পেট্রোল পাম্পের মালিক হয়ে ওঠেন তিনি। তাঁর বেশ কয়েকটি পাম্প তো প্রয়োজনীয় বিধি না মানার পরও চলছিল। বেশ কিছু আধিকারিকের সঙ্গে যোগসাজশের কারণেই এই বেআইনি কারবার তিনি চালিয়ে যেতে পেরেছেন বলে অভিযোগ। আগ্রার আশেপাশের এলাকাতেই তাঁর অনেকগুলি পেট্রোল পাম্প রয়েছে। মনোজ বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তাঁ বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা দামের বিলেতি মদ বাজেয়াপ্ত হয়েছে। ১৯৯৪-তে স্ত্রীকে হত্যার অভিযোগে জেলেও যেতে হয়েছিল তাঁকে। এসটিএফের এসএসপি অমিত পাঠক বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, যে এলাকা দিয়ে তেলের পাইপলাইন যেত মনোজ সেখানকার জমি কিনে নিতেন এবং তেল চুরির কারবার চালাতেন। তাঁর এই চুরির কারণে মথুরা শোধনাগারের প্রচুর পরিমাণ লোকসান হয়েছে। চুরি করা তেল নিজের পেট্রোল পাম্পের মাধ্যমে বিক্রি করতেন বলেও জানা গিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে তেল চুরির মামলা দায়ের করা হয়। তাঁর পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এরপরই মনোজ ফেরার হয়ে যান। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















