উপহার অগ্নিকাণ্ড: গোপাল অনসলের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: উপহার অগ্নিকাণ্ড মামলায় রিয়েল এস্টেট ব্যারন গোপাল অনসলের আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট।
সম্প্রতি, এই মামলায় গোপালকে বাকি সাজার মেয়াদ জেলে থাকার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে, বার্ধক্যজনিত সমস্যার কারণে, গোপালের বড় ভাই সুশীল অনসলকে অব্যাহতি দেওয়া হয়।
এরপরই, সর্বোচ্চ আদালতে নতুন করে আবেদন করেন গোপাল। তাঁর দাবি, তিনিও ৬৯ বছরের। ফলে, এই বয়সে জেলে যেতে হলে তাঁর স্বাস্থ্যের অপুরণীয় ক্ষতি হবে।
এদিকে, গোপালের আবেদনের বিরোধিতা করেন অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের সংগঠনের পক্ষে সওয়াল করা প্রবীণ আইনজীবী কে টি এস তুলসী। আগামী শুনানি মার্চের ৩ তারিখ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের বিধ্বংসী অগ্নিকাণ্ডে উপহার সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৯ জনের মৃত্যু হয়েছিল।






















