Live updates: রাষ্ট্রপতি ভবনে নৈশভোজ শেষ, দেশের উদ্দেশে রওনা ট্রাম্পের
LIVE
Background
নয়াদিল্লি: দুদিনের সফরে গতকাল ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদাবাদে তাঁকে নমস্ত ট্রাম্প অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। তার আগে সবরবতী আশ্রমে যান মার্কিন প্রেসিডেন্ট। নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের পর আগরায় তাজমহল পরিদর্শন করেন সস্ত্রীক ট্রাম্প। ভারত সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত কর্মসূচি মার্কিন প্রেসিডেন্টের। আজ দিল্লিতে হায়দরাবাদ হাউসে ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক। দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। যৌথ সাংবাদিক বৈঠকও করবেন ভারত-আমেরিকার রাষ্ট্রপ্রধান।
ইস্পাত, অ্যালুমিনিয়ামের মতো বেশ কয়েকটি ভারতীয় পণ্য রফতানির উপর শুল্কের বোঝা চাপিয়েছেন ট্রাম্প। ‘জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)’, যার আওতায় ভারত এত দিন বিশাল মূল্যের পণ্য বিনা শুল্কে রফতানি করতে পারত, সেই সুবিধা ট্রাম্প তুলে দিয়েছেন। আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণের জন্য আমেরিকার কৃষি ও দুগ্ধজাত পণ্যের রফতানি চান ট্রাম্প।
উল্টোদিকে ভারতে এখন শিল্পের মন্দা। তাই ভারত চায় আরও বেশি করে আমেরিকার বাজার তাদের জন্য খুলে দেওয়া হোক। অসংখ্য প্রতিভাবান ভারতীয় আমেরিকায় যেতে চান, তাই ভারত চায়, পেশাদারদের জন্য আমেরিকা তার ভিসা-নীতি উদার করুক।
আর তাই শেষ অবধি ট্রাম্প-মোদির বৈঠকে কে কার কাছ থেকে কী পায়, সেদিকেও নজর থাকবে বিশেষজ্ঞ মহলের।
ট্রাম্পের সম্মানে মঙ্গলবার মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী মোদি। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু, রাষ্ট্রপতির নৈশভোজে যাচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ।
সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে মার্কিন রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হবে।
সকাল সাড়ে ১০টায়
রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করবেন ডোনাল্ড ট্রাম্প।
সকাল ১১টায় দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় পৌনে দু’ঘণ্টা দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হবে।
বেলা ১২টা ৪০-এ হায়দরাবাদ হাউসে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এরপর ট্রাম্প-মোদি যৌথ সাংবাদিক সম্মেলন।
দুপুর ৩টেয় দিল্লির মার্কিন দূতাবাস রুজভেল্ট হাউসে বাণিজ্যিক বৈঠক।
বিকেল ৪টে নাগাদ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ।
এরপর সন্ধে সাড়ে ৭টায় রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ।
রাত ১০টায় স্ত্রী, কন্যা-জামাইকে নিয়ে ভারত ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প।
“Thank you @POTUS @realDonaldTrump and @FLOTUS @MELANIATRUMP for coming to India. This visit has been a path-breaking one. We have covered great ground as far as strengthening bilateral relations are concerned. India-USA friendship benefits the people of our nations and the world.”
“US President Donald Trump & First Lady Melania Trump depart from Delhi following the conclusion of their two-day visit to India.”