দিল্লির পাঁচতারা হোটেলে মার্কিন মহিলাকে গণধর্ষণের অভিযোগ, ব্যবস্থা গ্রহণের আশ্বাস সুষমার
নয়াদিল্লি: গত মার্চে দিল্লির কনট প্লেসে এক পাঁচতারা হোটেলে এক মার্কিন মহিলাকে গণধর্ষণ করেছে চার-পাঁচজন মিলে। ই মেল মারফত একটি এনজিও-র কাছ থেকে এই অভিযোগ পেয়ে পুলিশ জানিয়েছে, ট্যুর ও ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কথা বলার ছুতোয় ওই মহিলার হোটেল রুমে ঢুকে তাঁকে ধর্ষণ করে পাঁচজন, এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আজই এফআইআর রুজু করা হয়েছে। তদন্তের দায়িত্ব কনট প্লেস থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
ওই মহিলা দেশে ফিরে গিয়েছেন, প্রবল আতঙ্ক, অবসাদে ভুগছেন, নিজে থেকে পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। এনজিও-র মাধ্যমে জানিয়েছেন, মার্চে ট্যুরিস্ট ভিসা নিয়ে দিল্লি আসেন তিনি। যে হোটেলে ছিলেন, সেখানেই একদিন হাজির হয় তাঁর ট্যুরিস্ট গাইড, সঙ্গে চার বন্ধু। সেখানেই মদ্যপানের পর তাঁকে ধর্ষণ করা হয়।I have also asked Indian Ambassador in US to contact the victim and assure her that we will not spare the guilty./3
— Sushma Swaraj (@SushmaSwaraj) December 3, 2016
I have spoken to the Lt Governor Delhi and told him that Police should register a case and bring the guilty to book. /2 — Sushma Swaraj (@SushmaSwaraj) December 3, 2016
এদিকে এ ঘটনার কথা জেনে ট্যুইট করে সুষমা স্বরাজ আশ্বাস দিয়েছেন, সরকার যাতে অপরাধীরা ধরা পড়ে, সে ব্যাপারে ব্যবস্থা নেবে। বলেছেন, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা হয়েছে আমার। তাঁকে বলেছি, পুলিশ মামলা দায়ের করে অপরাধীকে গ্রেফতার করুক। আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূূতকেও নিগৃহীতার সঙ্গে যোগাযোগ করে অপরাধীরা পার পাবে না, এই ভরসা দিতে বলেছি।