এক্সপ্লোর
Advertisement
আয়ুষ্মান ভারত প্রকল্পে আধারের ব্যবহার কাম্য হলেও বাধ্যতামূলক নয়, জানিয়ে দিল কেন্দ্র
নয়াদিল্লি: জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশন আয়ুষ্মান ভারতের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। আজ এমনই জানাল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, ‘আধার কার্ড থাকুক বা না থাকুক, আমরা সব যোগ্য ব্যক্তিকে এই পরিষেবা দেব।’
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আধার আইনের সাত নম্বর ধারা অনুসারে আয়ুষ্মান ভারত-জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সংস্থাগুলি এই পরিষেবা প্রদান করবে, তাদের বলা হয়েছে, সুবিধাভোগীদের পরিচয় জানার জন্য আধার কার্ড দেখতে হবে। নিখুঁতভাবে পরিচয় জানার জন্য আধার কার্ডের ব্যবহার বাঞ্চনীয়। তবে এটা আবশ্যিক নয়। আধার কার্ড না থাকলে কাউকে পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না।’
জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মিশনে ১০.৭৪ কোটি দরিদ্র পরিবারকে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কারও আধার কার্ড না থাকলে রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মনরেগা কার্ড সহ বিভিন্ন ধরনের বৈধ সরকারি পরিচয়পত্র ব্যবহার করেও এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়া যাঁদের আধার কার্ড নেই তাঁদের জন্য নথিভুক্তি কেন্দ্র খোলারও ব্যবস্থা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement