এক্সপ্লোর
উত্তরপ্রদেশ: লাল বা বেগুনি জামা পরলেই রোমিও? বলছে পুলিশ

লখনউ: উত্তরপ্রদেশেরর যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় এসে মহিলাদের নিগ্রহ রুখতে অ্যান্টি-রোমিও অভিযান শুরু করেছে। পুলিশের এই অভিযান ঘিরে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে সরকার। অনেকেরই অভিযোগ, এই স্কোয়াডের আড়ালে কার্যত নীতি পুলিশগিরি চলছে। স্কোয়াডের পুলিশ কর্মীদের হাতে নিরীহদেরও হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন পুলিশ কর্মীকে এই অভিযোগে সাসপেন্ডও হতে হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পুলিশ রোমিও চিনতে পারছে কীভাবে? অ্যান্টি-রোমিও স্কোয়াডের পুলিশ কর্মীদের তো দাবি, চোখ দেখেই তাঁরা বলে দিতে পারেন কে রোমিও, আর কে নয়। তাঁদের কেউ কেউ নিজের মতো করে রোমি খুঁজে বের করার ফর্মুলাও বাতলে দিয়েছেন। সংবাদমাধ্যমকে এক পুলিশ কর্মী বলেছেন, রোমিওরা বাইক চড়ে। ওদের চুলের স্টাইল বিভিন্ন ধরনের। অন্য এক পুলিশ কর্মী বলেছেন, রোমিওদের দেখলেই তিনি চিনে নিতে পারেন। ওরা লাল বা বেগুনি রঙের জামা পরে। আর এক পুলিশ কর্মী বলেছেন, কারুর গায়ে তো রোমিও বলে লেখা থাকে না। কিন্তু এতদিনের কাজের অভিজ্ঞতা থেকে কোনও যুবকের চোখ দেখে, চেহারা দেখে, দাঁড়ানোর কায়দা দেখে বুঝতে পারা যায় সে রোমিও কিনা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অ্যান্টি-রোমিও স্কোয়াডের অভিযানের খণ্ডচিত্রও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টহলদারি গাড়ি থেকে নেমে পুলিশ কর্মীদের গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে এক তরুণকে কড়া ভাষায় সতর্ক করতে দেখা গিয়েছে। ওই তরুণ প্রতিবাদ করে বলেন, তিনি তাঁর বন্ধুর সঙ্গে দেখা করতে দাঁড়িয়ে রয়েছেন। এর জবাবে এক কনস্টেবলের সাফ কথা, একটা ছেলে কখনও একটা মেয়ের বন্ধু হতে পারে না। তোমরা ভালো বন্ধু হলে মেয়েটির বাড়িতে যাও। তার বাবা-মায়ের অনুমতি নিয়ে গল্প কর। রাস্তার পরিবেশ এভাবে খারাপ করবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















