এক্সপ্লোর
Advertisement
যোগী-রাজ্যে চলছে অ্যান্টি রোমিও অভিযান, গ্রেফতার ৬
লখনউ: কাজে নেমে পড়েছে উত্তরপ্রদেশের অ্যান্টি রোমিও স্কোয়াড। মেয়েদের উত্যক্ত করার অভিযোগে শামলি জেলা থেকে ৬ যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২জন গ্রেফতার হয়েছে ঝুনঝালা থেকে, ২জন থানা ভবন থেকে। পুলিশ সুপার জানিয়েছেন, বোর্ডের পরীক্ষা দিয়ে বাড়ির পথ ধরা ছাত্রীদের প্রতি কুমন্তব্য করছিল এরা।
একই অভিযোগে শামলি শহর থেকেও গ্রেফতার হয়েছে ২জন।
বিজেপির নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে রাজ্যের প্রতিটি পুলিশ স্টেশনে গঠিত হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। এদের কাজ মূলত ইভ টিজিং রোখা। বাজার, শপিং মল, স্কুল, কলেজ, কোচিং সেন্টার, পার্ক ও অন্যান্য জনবহুল এলাকায় এই বিশেষ স্কোয়াড চক্কর দিচ্ছে।
কিন্তু পুলিশ কী করে জানতে পারছে, কোন যুবক মেয়েদের উত্যক্ত করার ফিকির এঁটেছে? পুলিশ জানাচ্ছে, আলাদা করে তা বোঝার কোনও উপায় নেই। কিন্তু ছেলেদের দাঁড়ানোর ধরনে, চাউনিতে, হাবভাবে তারা বুঝতে পারছে, কে রোমিও আর কে নয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে তারা।
অ্যান্টি রোমিও স্কোয়াডে থাকছেন মূলত ২জন পুলিশ কর্মী, একজন মহিলা ও অন্যজন পুরুষ। মেয়েদের কলেজের সামনে ইতিউতি দাঁড়িয়ে থাকা ছেলেদের ধরে চলছে কড়া ধমক। কেউ যদি জবাব দেয়, বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি, সঙ্গে সঙ্গে প্রশ্ন, এতই যখন বন্ধু, তার বাড়ি গিয়ে দেখা কর। রাস্তার পরিবেশ দূষিত করা চলবে না।
বহু ছাত্রীর এত কড়াকড়ি পছন্দ নয়। তাঁদের বক্তব্য, ছেলেদের সঙ্গে কথা বললে ক্ষতি কী, তারা তো বন্ধু, সহপাঠী বা ভাইও হতে পারে। যদি কোনও মেয়ে একটি ছেলেকে বন্ধু বলে চিহ্নিত করেন, তবে তাকে পুলিশের ধরা উচিত নয়।
তবে পুলিশের দাবি, নির্দোষ দম্পতিদের অসুবিধেয় ফেলছে না তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement