এক্সপ্লোর
Advertisement
উত্তরাখণ্ডে আস্থা ভোটে জয়ী কং সরকার, ঘোষণা সুপ্রিম কোর্টের, ফের মুখ্যমন্ত্রী রাওয়াত
নয়াদিল্লি: উত্তরাখণ্ড বিধানসভায় আস্থাভোটে জয়ী কংগ্রেস। ফল ঘোষণা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩৩টি ভোট পেয়েছে হরিশ রাওয়াত সরকার। রাওয়াতের মুখ্যমন্ত্রী পদে আসীন হতে আর কোনও বাধা নেই বলে জানাল সর্বোচ্চ আদালত। রাওয়াতের মুখ্যমন্ত্রী পদে আসীন হতে আর কোনও বাধা নেই বলে জানাল সর্বোচ্চ আদালত।এরপরই রাজ্যে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার সুপারিশ করবে কেন্দ্র বলে সুপ্রিম কোর্টে জানালেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। ফল ঘোষণার পরেই বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সর্বসম্মত সিদ্ধান্ত হয় উত্তরাখণ্ড থেকে রাষ্ট্রপতিশাসন প্রত্যাহারের।
উল্লেখ্য, গত সপ্তাহে সুপ্রিম কোর্ট বলে, উত্তরাখণ্ডের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ পাওয়া উচিত। সেই মতো গতকাল সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন তুলে বিধানসভায় আস্থা ভোট নেওয়া হয়।
উল্লেখ্য, কয়েকজন কংগ্রেস বিধায়কের বিদ্রোহ ঘিরে উত্তরাখণ্ডে রাজনৈতিক সংকট শুরু হয়। এক্ষেত্রে বিজেপি আসরে নামে বলে অভিযোগ কংগ্রেসের। ৯ বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করা হয়।
বিধানসভা গত মার্চে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়।এর প্রতিবাদে উত্তরাখণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন রাওয়াত। হাইকোর্ট রাষ্ট্রপতি শাসন খারিজ করে দিলে সুপ্রিম কোর্টে আর্জি জানায় কেন্দ্র। অবশেষে উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসনই প্রত্যাহার হতে চলেছে।
কংগ্রেস স্বাভাবিকভাবেই সন্তোষ ব্যক্ত করেছে। বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস বলেছে, গণতন্ত্রের জয় হল। দলের সহ সভাপতি রাহুল গাঁধী টুইটারে বলেছেন, আশা করি এই ঘটনা থেকে শিক্ষা নেবেন নরেন্দ্র মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement