বাতাসে বাড়ছে দূষণ, বারাণসীর মহাদেব মন্দিরে শিবলিঙ্গের মুখে মাস্ক
কিন্তু শিবলিঙ্গের ওপর মাস্ক কেন? এক পুরোহিত বলেন, ঈশ্বরকে খারাপ হাওয়া থেকে রক্ষা করাও আমাদের কর্তব্য।
বারাণসী: উত্তরপ্রদেশের বাতাসের গুণমানের অবনতি হওয়ার দরুন ‘শিবলিঙ্গ’-এ মাস্ক পরিয়ে দিলেন বারাণসীর একটি মন্দিরের পুরোহিতরা। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স(একিউআই) বা বাতাসের গুণমান সূচক ২২৬ ছুঁয়েছে। অর্থাৎ, বারাণসীর বাতাসের গুণমান এখন ‘খারাপ’ শ্রেণিভুক্ত। ফলে দূষণ বেড়ে যাওয়ায়, বারাণসীর তারকেশ্বর মহাদেব মন্দিরের পুরোহিতরা ‘শিবলিঙ্গ’-এ নীল রঙের হসপিটাল মাস্ক পরিয়ে দিলেন। এক পুরোহিত বলেন, শহরের বাতাস ভীষণই দূষিত। এতটাই দূষণ বেড়ে গিয়েছে যে, ‘ভোলেবাবা’-কে সেই বিষাক্ত হাওয়া থেকে রক্ষা করতে আমরা তাঁর মূর্তিতে মাস্ক পরিয়ে দিয়েছি। আমাদের বিশ্বাস, উনি নিরাপদ থাকলে, আমরাও নিরাপদ।
The 'Shivling' at the Tarkeshwar Mahadev Temple in Varanasi is covered with a mask. Devotees say,"the air is polluted in the city & to save 'Bhole Baba' from this poisonous air we have put on the mask. We believe if he is safe, we will remain safe." pic.twitter.com/gNPcj0ETZO
— ANI UP (@ANINewsUP) November 7, 2019
কিন্তু শিবলিঙ্গের ওপর মাস্ক কেন? এক পুরোহিত বলেন, ঈশ্বরকে খারাপ হাওয়া থেকে রক্ষা করাও আমাদের কর্তব্য। আমরা ঠিক যেমন শীতকালে মূর্তিতে সোয়েটার পরাই, বা গ্রীষ্মকালে বাতানুকূল যন্ত্র বসাই, ঠিক সেভাবেই বায়ুদূষণ থেকে রক্ষা করতে মাস্ক পরানো হয়েছে। তিনি যোগ করেন, বায়ুদূষণ বেড়ে যাওয়ায় শহরের বাসিন্দাদের ভীষণ সমস্যা হচ্ছে।
আরেকজনের মতে, পরিস্থিতি এতটাই খারাপ যে, চিকিৎসার জন্য হাসপাতালে কোনও বেড পাওয়া যাচ্ছে না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান।
শুধু, মহাদেব মন্দির নয়। সিগরায় শিব-পার্বতী মন্দিরেও দেখা গিয়েছে একই ছবি। সেখানেও, মহাদেব, দুর্গা ও সাইবাবার মুখে পরানো হয়েছে মাস্ক।
पर्यावरण की भयावह स्थिति को देखते हुए वाराणसी के सिगरा स्थित मंदिर में पुजारी हरीश मिश्रा और भक्तों ने बाबा भोलेनाथ समेत देवी दुर्गा और काली माता समेत साईं बाबा का पूजन कर मास्क पहनाया..#Varanasi #Pollution #VJpriyaJ pic.twitter.com/VyFOFdIhu5
— Priya Jain | پریا جان | પ્રિયા જૈન (@VJpriyaJ) November 5, 2019