এক্সপ্লোর
Advertisement
৬২-র যুদ্ধে ভুল করে ঢুকে পড়েন, সংসার ভারতে, এখন দেশে ফিরতে চান চিনা সৈনিক
ভোপাল: ১৯৬২-র ইন্দো-চিন যুদ্ধের সময় পথ ভুল করে এদেশে ঢুকে পড়েছিলেন চিনা সৈনিক সত্তরের কোটায় পৌঁছে যাওয়া ওয়াঙ কি। তারপর আর ফিরে যেতে পারেননি দেশে। ভারত সরকারের পক্ষ থেকে পাননি অনুমতি পত্র। অগত্যা এ দেশেই থেকে যেতে হয় তাঁকে। এখন তাঁর বয়স ৭৭। বহুদিন ধরে দেশে ফেরার চেষ্টা করলেও সেই স্বপ্নপূরণ হয়নি তাঁর। এবার এই বয়সে নতুন করে দেশে ফিরে যাওয়ার, ভাই বোনদের সঙ্গে দেখা করার ব্যাপারে উদ্যোগী হয়েছেন তিনি।
মধ্যপ্রদেশের বালাঘাট জেলার তিরোদি এলাকায় বিয়ে করে সংসার শুরু করেন তিনি। তাঁর ছোট ছেলে বিষ্ণু ওয়াঙ(৩৫) জানিয়েছেন, ১৯৬০ সালে চিনা সেনাবাহিনীতে যোগ দেন তাঁর বাবা। রাতের অন্ধকারে বুঝতে না পেরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন তিনি। অসমে তাঁকে পাকড়াও করে ইন্ডিয়ান রেড ক্রশ সোশ্যাইটি। ১৯৬৩-র ১ জানুয়ারি তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বিষ্ণু জানিয়েছেন, তাঁর বাবা ৬ বছর অসম, আজমীর, দিল্লি, হরিয়ানা, পঞ্জাবের বিভিন্ন জেলে কাটিয়েছেন। ১৯৬৯ সালে ছাড়া পান তিনি। ১৯৭৫ সালে এদেশেরই মেয়ে সুশীলাকে বিয়ে করেন তিনি। কিন্তু পাননি ভারতীয় নাগরিকত্ব। প্রতি মুহূর্তে নানা সমস্যায় পড়েন। জীবনে কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু চিনা নাগরিক হওয়ায় জমি কিনতে পারেননি। পাননি অন্যান্য সুবিধাও। টাকার অভাবে চিকিত্সা করাতে পারেননি বড় ছেলের। অকালে মৃত্যু হয়েছে তাঁর। দেশে ফেরার ব্যাপারেও খুব চেষ্টা করেছেন।
বিষ্ণু জানিয়েছেন, কয়েক বছর আগে ওয়াঙ-এর ভাইপো এদেশে এসেছিলেন পর্যটক হিসেবে। নয়াদিল্লিতে দেখা করেন তাঁরা। দেশে ফিরে কাকার ফেরার ব্যাপারে অনেক নেতা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। দেখা করেন চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে। ২০১৩ সালে বিদেশ মন্ত্রক একটি চিনা পাসপোর্টের ব্যবস্থা করে দেয়। কিন্তু ভারত সরকারের কাছ থেকে অনুমতি না মেলায় ইচ্ছেপূরণ হচ্ছে না তাঁর। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান তিনি, জানিয়েছেন তাঁর ছেলে।
স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি বিদেশ মন্ত্রককে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement