এক্সপ্লোর
Advertisement
কারগিল বিজয় দিবস: প্রস্তর ফলকে জমেছে ধুলো, আজও স্মারক হয়নি শহিদের
কেন্দ্রপাড়া (ওড়িশা): কারগিল যুদ্ধের ১৭ বছর পূর্তিতে যখন দেশজুড়ে পালন করা হচ্ছে বিজয় দিবস, শ্রদ্ধা জানানো হচ্ছে শহিদদের, তখনই চরম অবহেলার ছবি ধরা পড়ল ওড়িশায়।
১৯৮৯ সালে ভারতীয় সেনার মাহার রেজিমেন্টে সেপাই হিসেবে যোগ দেন ওড়িশার কেন্দ্রপাড়া জেলার কান্দিয়াহাটার বাসিন্দা সচ্চিদানন্দ মল্লিক। এরপর ল্যান্স নায়েক পদে প্রোমোশন হয় তাঁর। ১৯৯৯ সালের ২৮ জুন কারগিল যুদ্ধে দেশের জন্য শহিদ হন তিনি।
সচ্চিদানন্দের স্মৃতিতে ২০০১ সালে ২৮ জুন তাঁরই জন্মভিটেয় স্মারক স্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন লোকসভার সদস্য প্রভাত সামন্তরায় এবং জেলা কলেক্টর। কিন্তু ১৫ বছরেও এক ইঞ্চিও কাজ এগোয়নি। ভিত্তি প্রস্তরের ফলক ঢেকে রয়েছে পুরু ধুলোয়। জানা গিয়েছে, এই কাজের জন্য সাংসদ তহবিল থেকে অর্থও বরাদ্দ হয়েছিল। কিন্তু সেই টাকা কোথায় গেল তা কেউই জানে না।
রাজকণিকার ব্লক উন্নয়ন আধিকারিক প্রশান্ত রাউত জানিয়েছেন, তিনি এই স্মৃতি স্মারক সম্পর্কে কিছুই জানতেন না। তিনি ওখানে নতুন এসেছেন। তবে তিনি আশ্বস্ত করেছেন, স্তম্ভ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রপাড়ার প্রাক্তন সাংসদ সামন্তরায় জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, এতদিনেও স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। এটা একজন শহিদকে অসম্মান করা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement