এক্সপ্লোর
Advertisement
জিও-এয়ারটেলকে টক্কর দিতে মিশে যাচ্ছে ভোডাফোন ও আইডিয়া?
নয়াদিল্লি: রিলায়েন্স জিও ও এয়ারটেলের মোকাবিলায় এবার হাত মেলাচ্ছে বিশ্বের অন্যতম ভোডাফোন ও আইডিয়া? ভারতে মোবাইল ব্যবসা আদিত্য বিড়লার আইডিয়া সেলুলারের সঙ্গে মিশিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক টেলিকম জায়ান্ট ভোডাফোন। এই দুই মোবাইল পরিষেবা প্রদান সংস্থার সংযুক্তি ঘটলে ভারতে এয়ারটেল ও রিলায়েন্স জিও-র মতো কোম্পানিগুলি কড়া টক্করের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।
ভোডাফোন এক বিবৃতিতে সংযুক্তির বিষয়ে আইডিয়ার সঙ্গে আলোচনার কথা জানিয়েছে।
সিএলসিএ রিপোর্ট অনুসারে, এই সংযুক্তি হলে ভারতের মোবাইল ব্যবসার রাজস্বের ৪৩ শতাংশই চলে আসবে ভোডাফোন-আইডিয়ার হাতে। এক্ষেত্রে ভারতী এয়ারটেলের ক্ষেত্রে এই হার ৩৩ শতাংশ, ২০১৭-১৮-র মধ্যে রিলায়েন্স জিও-র হাতে চলে আসতে পারে ১৩ শতাংশ।
আইডিয়ার সঙ্গে আলোচনার বিস্তারিত কিছু জানায়নি ভোডাফোন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত বোঝাপড়া নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তাছাড়া বোঝাপড়ে হলেও তা কোন সময় কার্যকারী হবে, তা নিয়েও নিশ্চয়তা নেই ।
ভারতে বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যা ২৬৩.৩৫ মিলিয়ন। ভোডাফোনের ২০২.৭৯ মিলিয়ন। আইডিয়ার গ্রাহক সংখ্যা ১৮৭.৬৮ মিলিয়ন। বাজারের ৩২.৮৪ শতাংশই এয়ারটেলের দখলে। কিন্তু সংযুক্তিকরণ হলে ভোডাফোন ও আইডিয়ার ভাগে চলে আসবে বাজারের ৪৩ শতাংশ। এই হিসেব দিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, ভোডাফোন ও আইডিয়া হাত মেলালে ভারতের মোবাইল পরিষেবার বাজারকেই বদলে দেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement