এক্সপ্লোর
Advertisement
রাহুল আমেরিকায় বসে পরিবারতন্ত্র সমর্থন করলেন, লজ্জা পেয়েছি, বললেন জেটলি
নয়াদিল্লি: পরিবারতন্ত্রের সংস্কৃতি ভারতের দস্তুর, আমেরিকায় রাহুল গাঁধীর এহেন মন্তব্যে তিনি লজ্জিত বলে জানালেন অরুণ জেটলি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী মঙ্গলবার এখানে এক অনুষ্ঠানের ফাঁকে কংগ্রেস সহ সভাপতির সাম্প্রতিক আলোড়ন তোলা মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকায় বসে রাহুল গাঁধী ভারতে পরিবারতন্ত্রের চল রয়েছে বলে সওয়াল করলেন দেখে লজ্জা পেল্লাম। কিছু দল হয়ত পরিবারতন্ত্রকে সম্পদ, ইতিবাচক বলে ভাবে, তবে সুদূর ভবিষ্যতে কিন্তু তা দলের বোঝা হয়ে দাঁড়ায়।
গত ১১ সেপ্টেম্বর বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রাহুল অধিকাংশ ভারতীয় দলই পরিবারকেন্দ্রিক বলে অভিমত জানান। সরাসরি পরিবারতন্ত্রকে সমর্থন না করলেও এটা ভারতীয় রাজনীতিতে একটি বাস্তবতা বলে দাবি করেন তিনি।
রাহুলকে বলতে শোনা যায়, ভারতে সব রাজনৈতিক দলেরই এটা সমস্যা। পরিবারতন্ত্রেই দেশ চলছে। তাই শুধু আমাকে ধরবেন না। ভারতে এটাই হয়। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ সিংহ যাদব, ডিএমকে প্রধান করুণানিধির ছেলে এম কে স্ট্যালিন, বিজেপি নেতা প্রেমকুমার ধুমলের ছেলে অনুরাগ ঠাকুর, এমনকী বলিউড তারকা অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন, ধিরুভাই অম্বানির দুই ছেলে মুকেশ ও অনিলের নামও পরিবারতন্ত্রের উদাহরণ হিসাবে উল্লেখ করেন রাহুল।
একইসঙ্গে রাহুল পরবর্তী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে কংগ্রেসের মুখ হতেও পুরোপুরি তৈরি বলেও জানান সেখানে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement