এক্সপ্লোর
Advertisement
খরার সময় এবার হরিয়ানায় অমিত শাহের সভার জন্য জলের অপচয়!
চণ্ডীগড়: খরার প্রকোপে যখন এক ফোঁটা জলের জন্য দেশের বিভিন্ন এলাকার মানুষ কাতর, তখন নেতা-মন্ত্রীদের জন্য জলের অপচয় অব্যাহত। এবার বিজেপি সভাপতি অমিত শাহের হেলিপ্যাড তৈরির জন্য খরচ করা হল হাজার লিটার জল।
হরিয়ানার গোহানায় একটি সভায় গিয়েছিলেন বিজেপি সভাপতি। অভিযোগ, তাঁর হেলিকপ্টার যাতে নির্বিঘ্নে নামতে পারে এবং ধুলো না ওড়ে, সেটা নিশ্চিত করার জন্যই দমকলের ৬টি গাড়ি হাজার লিটার জল ছড়িয়ে দেয় হেলিপ্যাডে।এই সভায় হাজির ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারও। দেশের বেশ কয়েকটি অঞ্চলের মতো হরিয়ানাতেও জলের সংকট চলছে। এমন একটি সময় এভাবে জল নষ্ট করার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে।
শুধু অমিত শাহ-ই নন, আরও অনেক রাজনৈতিক নেতার হেলিপ্যাডের জন্যই হাজার হাজার লিটার জল নষ্ট করা হচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের বুন্দেলখণ্ড সফরের সময় হেলিপ্যাডের জন্য কয়েক হাজার লিটার জল অপচয় করা হয় বলে অভিযোগ। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের খরাবিধ্বস্ত ভিওয়ান্ডিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধামোহন সিংয়ের হেলিপ্যাড তৈরি করার জন্য ১০,০০০ লিটার জল নষ্ট করা হয় বলে অভিযোগ।
মানুষ যখন পানীয় জল পাচ্ছে না, তখন রাজনীতিবিদদের বিলাসিতার জন্য এভাবে জল নষ্ট করার ঘটনায় তাঁদের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন উঠছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement