এক্সপ্লোর
Advertisement
দেখুন: বন্যার টানে অসমে জাতীয় সড়কে উঠে এল অতিকায় মাছ
গুয়াহাটি: অসমের বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। প্রায় ১১ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। মারা গিয়েছেন অনেক মানুষ। শুধু মানুষই নয়, এই প্রাকৃতিক বিপর্যের শিকার বন্য পশুজন্তুরাও। কাজিরাঙা জাতীয় পার্কের পশুজন্তুরা অবর্ননীয় দুর্ভোগের শিকার হয়েছে। বাদ পড়েনি জলজ প্রাণীরাও।
অসমের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের ওপর দিয়েও বইছে জলের স্রোত। জলের প্রাণীরাও স্রোতের টানে চলে আসছে গ্রাম ও শহরের সড়কে। অসমের বন্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় সড়কে বইছে জলস্রোত। রাস্তায় জলের মধ্যেই ঘোরাফেরা করছে লোকজন। আচমকাই একটা কিছু দেখে চমকে ওঠে লোকজন। ভালো করে দেখে বোঝা যায়, সড়কে উঠে এসেছে একটা মাছ। অতিকায় মাছ। কয়েকজন মিলে ওই মাছটি ধরতে ঝাঁপিয়ে পড়েন। মাছটা এতটাই বড় যে সেটিকে বাগে আনা একজনের পক্ষে সম্ভব ছিল না। শেষপর্যন্ত দুজন মিলে মাছটি ধরেন।
অসমের এক স্থানীয় সাংবাদিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, অসমের কালিয়াবোরে জাতীয় সড়কে অতিকায় মাছ। তিনি বন্যায় বিপন্ন পশুদের দুর্দশার আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন।Big fish ???? on highway at Kaliabor, Assam. #AssamFloods pic.twitter.com/cINQMnyARm
— NANDAN PRATIM ???????? (@NANDANPRATIM) August 14, 2017
Painful condition of animals in Assam during flood. I request not to tie up domestic animals in vulnerable areas in this time. #floodinassam pic.twitter.com/y88pl0gRXs — NANDAN PRATIM ???????? (@NANDANPRATIM) August 13, 2017
Baby rhino rescued in Kaziranga. Poor baby parted from mother in heavy flood. "Missing you Maa, where are you?" Grief on his face is clear. pic.twitter.com/fwgo5V3Jul
— NANDAN PRATIM ???????? (@NANDANPRATIM) August 13, 2017
Heart Breaking: A helpless elephant is striving for life when fall in a gorge in Moriyoni. Local people helped to save poor animal's life. pic.twitter.com/Q39Qb9ZrGP — NANDAN PRATIM ???????? (@NANDANPRATIM) August 12, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement