আমরা সন্ত্রাসবাদী নই, দাবি ভারতে বসবাসকারী রোহিঙ্গার
হায়দরাবাদ: মাতৃভূমি থেকে বিতাড়িত। যে দেশে মিলেছে আশ্রয়, সেখান থেকেও বিতাড়নের খাড়া ঝুলছে। এই উভয় সঙ্কটের মধ্যে ভারতে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমরা আশাবাদী, একদিন তাঁরা বিচার পাবেন।
হায়দরাবাদে এমনই একজন রোহিঙ্গা শরণার্থী হলেন সঈদুল্লা বাশার। তাঁর আবেদন, ভারত সরকার যেন তাঁদের বের না করেন। বাশার বলেন, আমরা এখানে কোনও সমস্যা তৈরি করতে আসিনি। দয়া করে আমাদের সঙ্গে সন্ত্রাসবাদীর মতো ব্যবহার করবেন না।
বাশার জানান, কেউ উদ্বাস্তু হতে চান না। মায়ানমার সরকার গণহত্যা চালাচ্ছে বলেই আমরা বাধ্য হয়ে সেই দেশ ছেড়েছি। একবার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হলেস আমরা ফিরে যাব।
মায়ানমারে পাথরের ব্যবসা ছিল ২৭ বছরের দু’সন্তানের বাবা বাশারের। এখানে করেন দিনমজুরি। থাকেন রোহিঙ্গাদের উদ্বাস্তু শিবিরে। সঙ্গে বাবা-মা, স্ত্রী, দুই সন্তান।
একা বাশার নন। তাঁর মতো এখানে হাজার হাজার রোহিঙ্গা রয়েছেন, যাঁরা প্রতিষ্ঠিত জীবন ছেড়ে উদ্বাস্তুর হয়ে দিন গুজরান করছেন। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রায় ১৪ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। কিন্তু, রাষ্ট্রপুঞ্জের দাবি, ভারতে বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা প্রায় ৪০ হাজার।