এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কাশ্মীরে অন্তঃসত্ত্বার প্রাণ বাঁচাল সেনা
শ্রীনগর: কাশ্মীরের নাস্টাচাং পাসে তুষারধসে আটকে যাওয়া এক মহিলার প্রাণ বাঁচাল সেনা। ওই অ্যাম্বুলেন্সে অন্যদের মধ্যে সদ্য অস্ত্রোপচার হওয়া এক কিশোর ও এক অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন। সেনা শুধু অ্যাম্বলেন্সটির পথই সুগম করে দেয়নি, অসুস্থদের জন্য চিকিৎসার ব্যবস্থাও করেছে।
মঙ্গলবার রাতে তুষার ধসে আটকে পড়ে ওই অ্যাম্বুলেন্স। সেটিতে করে চৌকিবালে নিয়ে যাওয়া হচ্ছিল মাসদুর আহমেদ নামে ১৫ বছরের এক কিশোরকে। সদ্য পেটে অস্ত্রোপচার হয়েছিল তার। তা ছাড়া অ্যাম্বুলেন্সটিতে ছিলেন তাংধারের এক মহিলা, ২৪ বছরের ওয়াহিদ মীর। রক্তাল্পতায় ভোগা মহিলাটির সন্তান হবে যে কোনও মুহূর্তে। তাংধার তেহসিলের নাস্টাচাং পাসে তাঁদের অ্যাম্বুলেন্স আটকে যায়।
ধসের জন্য অ্যাম্বুলেন্স সামনে এগোতে পারছিল না। পারছিল না পিছোতেও। সমুদ্রপূষ্ঠ থেকে ১০,০০০ ফুট ওপরে কনকনে ঠান্ডার মধ্যে সম্পূর্ণ অচল অবস্থায় দাঁড়িয়েছিল সেটি। বিপদ হওয়া অসম্ভব কিছু ছিল না কিন্তু ভাগ্যক্রমে সেখানে এসে পড়ে সেনার একটি উদ্ধারকারী দল। সেনা দ্রুত অ্যাম্বুলেন্সের রাস্তা সাফ করে দেয়, যাতে সেটি তাংধারে ফিরতে পারে। অসুস্থদের ওষুধবিষুধ দেওয়া ও চিকিৎসারও ব্যবস্থা করে তারা। কিছুক্ষণ পর নির্বিঘ্নে তাংধার রওনা দেয় অ্যাম্বুলেন্সটি।
Ambulance with two critical patients; pregnant lady & 15 yr old boy stranded at NC Pass, Kupwara rescued https://t.co/VK68bnTrxy @adgpi pic.twitter.com/7RfVlUqLUV
— NorthernComd.IA (@NorthernComd_IA) February 22, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement