এক্সপ্লোর
ভারতের কোনও বিমান সংস্থার সিইও পদে প্রথম মহিলা পাইলট হরপ্রীত
বিমান সংস্থার সিইও হলেন কোনও মহিলা। ভারতের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার ঘটল। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক সহায়ক সংস্থা অ্যালায়েন্স এয়ারের সিইও পদে হরপ্রীত এ ডি সিংকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার৷ এয়ার ইন্ডিয়ার সিএমডি রাজীব বনশল একটি বিবৃতিতে জানান এই কথা।
নয়াদিল্লি: বিমান সংস্থার সিইও হলেন কোনও মহিলা। ভারতের ইতিহাসে এমন ঘটনা এই প্রথমবার ঘটল। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক সহায়ক সংস্থা অ্যালায়েন্স এয়ারের সিইও পদে হরপ্রীত এ ডি সিংকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার৷ এয়ার ইন্ডিয়ার সিএমডি রাজীব বনশল একটি বিবৃতিতে জানান এই কথা।
জানা গিয়েছে, ১৯৮৮ সালে ইন্দিরা গাঁধী রাষ্ট্রীয় উড়ান আকাদেমি (আইজিআরইউএ) থেকে বিমান চালানোর সার্টিফিকেট পান হরপ্রীত। সেই বছরই তিনি এয়ার ইন্ডিয়ার পাইলট হিসেবে বাছাই হলেও যোগ দিতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে। এয়ার ইন্ডিয়া অবশ্য তাঁকে এয়ার-সেফটি আধিকারিক হিসেবে নিয়োগ করে। উল্লেখ করা দরকার, পরবর্তী সময়ে তিনি ফ্লাইট সেফটির চিফ নিযুক্ত হন। এই দিক দিয়েও তিনি দেশের মহিলা হিসেবে প্রথম হওয়ার কৃতিত্বের অধিকারী। এতদিন এয়ার ইন্ডিয়ার একজিকিউটিভ ডিরেক্টরের দায়িত্বে বহাল ছিলেন হরপ্রীত। এখন সেই পদে উন্নীত হলেন ক্যাপ্টেন নিবেদিতা ভসিন।
বর্তমানে ভারতীয় মহিলা বিমান চালক অ্যাসোসিয়েশনের প্রধানও হরপ্রীত। ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে এয়ার ইন্ডিয়ায় মহিলা পাইলটের সংখ্যা সবচেয়ে বেশি৷ ভারতীয় বিমান সংস্থাগুলিতে মূলত দুটি পর্যায়ে সবচেয়ে বেশি মহিলাদের পাইল পদে চাকরির আবেদন করেতে দেখা গিয়েছে৷ প্রথমত ৮০-র দশকের মাঝামাঝি এবং ২০০৫ সালের পর৷ যখন বেসরকারি সংস্থাগুলি বেশি করে পাখা মেলতে শুরু করে৷ ভারতের প্রথম মহিলা কমান্ডার ছিলেন সৌদামিনি দেশমুখ৷ সারা বিশ্বে মহিলা পাইলটের সংখ্যা যেখানে ২ থেকে ৩ শতাংশ৷ সেখানে ভারতে মহিলা পাইলটের সংখ্যা ১০ শতাংশ৷ ক্যাপ্টেন ক্ষমতা বাজপেয়ীও অনেকের কাছে রোল মডেল৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement