এক্সপ্লোর
Advertisement
তামিলনাড়ুর পুলিশকর্মীদের সপ্তাহে একদিন ছুটি দেওয়া উচিত, মত মাদ্রাজ হাইকোর্টের
চেন্নাই: অন্যান্য সরকারি কর্মীদের মতোই পুলিশকর্মীদেরও পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটানোর জন্য সপ্তাহে একদিন করে ছুটি দেওয়ার কথা ভাবা উচিত তামিলনাড়ু সরকারের। এমনই মতপ্রকাশ করল মাদ্রাজ হাইকোর্ট। পুলিশে আর্দালি ব্যবস্থার অবলুপ্তির আর্জি জানিয়ে হওয়া এক আবেদনের শুনানিতে বিচারপতি এন কিরুবাকরণ বলেছেন, ‘সব সরকারি কর্মীরই সপ্তাহে একদিন করে ছুটি প্রাপ্য। যাতে তাঁরা পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাতে পারেন, তার জন্যই ছুটি দেওয়া হয়। তাহলে পুলিশকর্মীদের কেন সাপ্তাহিক ছুটি দেওয়া হবে না? ছুটি পেলে তাঁরা মানসিক চাপ কাটিয়ে ফের তরতাজা হয়ে উঠতে পারবেন।’
বিচারপতি কিরুবাকরণ আরও জানিয়েছেন, ‘এ বিষয়ে সরকারের মতামত জানতে হবে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পি এইচ অরবিন্দ পান্ডিয়ানকে। কবে থেকে সরকার পুলিশকর্মীদের সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করবে, সেটা জানাতে হবে আদালতকে। আদালত মনে করে, পুলিশকর্মীদের স্বার্থে সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে এ মাসের ১২ তারিখ।’
শুনানির সময় বিচারপতি কিরুবাকরণ আরও বলেছেন, পুলিশকর্মীদের বেশিরভাগ সময়ই টানা কাজ করে যেতে হয়। তাঁরা ছুটি পান না। ফলে তাঁরা প্রবল মানসিক চাপ ও যন্ত্রণার শিকার হন। তাঁদের বাড়ির লোকজনেরও একই অবস্থা হয়। পুলিশকর্মীদের বিভিন্ন ধরনের খারাপ আচরণের এটা একটা কারণ। সমাজের স্বার্থে পুলিশকর্মীদের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে তাঁরা মনোবল বজায় রাখতে পারেন।
তামিলনাড়ুর ডিজিপি অবশ্য আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, সিসিবি, সিআরবি-র মতো কয়েকটি বিশেষ বাহিনী ছাড়া গ্রেটার চেন্নাই পুলিশের কর্মীরা প্রতিদিন তিনটি শিফটে আট ঘণ্টা করে কাজ করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement