এক্সপ্লোর
Advertisement
ইরাকে ৩৯ ভারতীয়ের মৃত্যু: তাঁকে নিশানা করে কংগ্রেসের জনমত সমীক্ষা, রিট্যুইট করলেন সুষমাই
নয়াদিল্লি: কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে হওয়া জনমত সমীক্ষা রিট্যুইট করেছেন সুষমা স্বরাজ। রবিবার কংগ্রেস ট্যুইট করে ইরাকে ৩৯ ভারতীয়র মৃত্যু বিদেশমন্ত্রী হিসাবে সুষমার সবচেয়ে বড় ব্যর্থতা কিনা, প্রশ্নটি সামনে রাখে। ৩৩৮৭৯ জন এ ব্যাপারে মতামত জানান। তাঁদের ৭৬ শতাংশই বলেন 'না', বাকি ২৪ শতাংশের উত্তর ছিল 'হ্যাঁ'। অর্থাত কংগ্রেসের প্রত্যাশার উল্টো ধারণাই প্রতিষ্ঠিত হয়। সম্ভবত, রাজনৈতিক বিরোধী শিবিরের চালানো পোলে তাঁর পক্ষেই বেশি সমর্থন থাকায় খুশি সুষমা ট্যুইটটি রিট্যুইট করেছেন।
Do you think the death of 39 Indians in Iraq is Sushma Swaraj’s biggest failure as Foreign Minister? #IndiaSpeaks
— Congress (@INCIndia) March 26, 2018
গত ২০ মার্চ সুষমা রাজ্যসভায় জানান, ২০১৪-য় ইরাকে কর্মসূত্রে গিয়ে নিখোঁজ ৩৯ ভারতীয়কে অপহরণের পর খুন করেছে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরা। বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ ইরাকে যাবেন ওঁদের দেহ দেশে ফেরানোর জন্য।
কংগ্রেস অবশ্য সুষমা ও মোদী সরকারের বিরুদ্ধে ৩৯ ভারতীয়ের নিহত হওয়ার ব্যাপারে দেশ ও তাঁদের পরিবারগুলিকে বিভ্রান্ত করার অভিযোগ তোলে। গত বৃহস্পতিবার কংগ্রেস সুষমার বিরুদ্ধে এ ব্যাপারে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে বলেও ঘোষণা করে। কেন্দ্র অতীতে সবসময় দাবি করেছে, ওই ভারতীয়রা বেঁচে নেই, এটা সরকারি ভাবে বলার মতো প্রমাণ মেলেনি।
আরেকটি ট্যুইটে কংগ্রেস সংসদে সুষমার আগের কয়েকটি ভাষণের ভিডিও প্রকাশ করে তাঁর ইস্তফা চায়। ওই ভিডিওতে সুষমার ২০১৪ ও ২০১৭-র বেশ কয়েকটি ভাষণ রয়েছে যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, কুখ্যাত আইএস জঙ্গি গোষ্ঠীর হাতে পণবন্দি ভারতীয়রা মারা যাননি। পাশাপাশি তাঁর রাজ্যসভার ঘোষণার অংশও রয়েছে যেখানে তিনি ইরাকে ৩৯ ভারতীয় নিহত বলে জানিয়েছেন।
কংগ্রেসের ট্যুইটে বলা হয়েছে, রাজনৈতিক ফায়দার জন্য মোদী সরকার মিথ্যা বলেছে। ইরাকে ৩৯ ভারতীয়র মৃত্যুর জন্য দেশবাসীর কাছে জবাব দিতে দায়বদ্ধ তারা। সুষমা স্বরাজ এর নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement