এক্সপ্লোর
পুরভোটে জিতলে দিল্লিকে লন্ডন বানাব, এবার প্রতিশ্রুতি কেজরীবালের

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কলকাতাকে লন্ডন বানাবেন। এবার হুবহু সেই একই প্রতিশ্রুতি দিলেন অরবিন্দ কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, আসন্ন পুরভোটে যদি আম আদমি পার্টি জেতে, তবে দিল্লিকে লন্ডন বানাবেন তিনি। উত্তমনগরে ভোট প্রচারে এসে কেজরীর দাবি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ১০-১৫ বছরের পুরনো বিজেপি সরকার যা করতে পারেনি, তাঁর ২ বছরের দিল্লি সরকার তা করে দেখিয়েছে। যদি পুরভোটে তাঁর দল জেতে, তবে ১ বছরের মধ্যে লন্ডন হয়ে যাবে দিল্লি। তাঁর দাবি, ২ বছর আগে দিল্লি বিধানসভা ভোটের আগে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব করে দেখিয়েছেন। বলা হয়েছিল, জল ও বিদ্যুতের বিল অর্ধেক করে দেওয়া হবে, তাই হয়েছে। আবার অবৈধ বস্তিবাসীদের মত জিততে তাঁর প্রতিশ্রুতি, জল, বিদ্যুতের মত ন্যূনতম সুযোগসুবিধের ব্যবস্থা করে দেওয়া হবে। অবৈধ বস্তিগুলিকে বৈধ মর্যাদা দিতে কেন্দ্রের কাছে বিল পাঠানো হয় বলে তিনি জানিয়েছেন। কিন্তু বিষয়টি আপাতত হাইকোর্টে বিবেচনাধীন। কেজরীবাল আরও বলেছেন, ভোট লড়ার আর্থিক সামর্থ্য তাঁর দলের নেই। জনতাই পারেন তাঁদের সাহায্য করতে। একজন ১০০জনকে বলুন, আপকে ভোট দিতে। বিজেপি, কংগ্রেস- সকলে দুর্নীতিগ্রস্ত। আপই পারে, দিল্লিকে স্বচ্ছ করতে। তবে স্থানীয় কংগ্রেস বিধায়কের নেতৃত্বে স্থানীয় কয়েকজন বাসিন্দা কেজরীকে কালো পতাকা দেখান। তাঁদের অভিযোগ, ৪ বছর আগে শীলা দীক্ষিতের আমলে উন্নয়নের যে কাজ শুরু হয়, তাই এখনও শেষ হয়নি। দিল্লির উত্তর, দক্ষিণ ও পূর্ব পুরনিগমে ভোট হবে আগামী মাসে। আপাতত এই নিগমগুলি বিজেপির দখলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















