সাপ্তাহিক টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানোর ঘোষণা করবেন মোদী? জল্পনা চরমে
নয়াদিল্লি: শনিবার বর্ষশেষের সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে কী বলতে পারেন নরেন্দ্র মোদী, তা নিয়ে তীব্র জল্পনা, কৌতূহল তৈরি হয়েছে সমাজের সর্ব স্তরে। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।
প্রসঙ্গত, গতকাল রাতেই ১ জানুয়ারি থেকে এটিএম থেকে দৈনিক টাকা তোলার ঊর্ধ্বসীমা কিছুটা বাড়ানো হয়েছে।
এটিএমে দৈনিক আড়াই হাজারের বদলে সাড়ে চার হাজার টাকা তোলা যাবে।
সূত্রের খবর, এবার প্রধানমন্ত্রী সাপ্তাহিক টাকা তোলার ঊর্ধ্বসীমাও বাড়াতে পারেন। এই জল্পনা জোরাল হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যে। তিনি বলেছেন, আরবিআইয়ের কাছে পর্যাপ্ত নগদ রয়েছে। বর্তমানে এটিএম থেকে ও চেকে সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা তোলা যাচ্ছে।
সূত্রের খবর, মধ্যবিত্তের ক্ষতে মলম লাগাতে, রান্নার গ্যাসের ওপর বড়সড় কোনও ছাড় দেওয়া হতে পারে। সস্তায় কেন্দ্রীয় আবাস গৃহ ঋণের কথাও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। সামনেই উত্তরপ্রদেশ-পঞ্জাবের মতো রাজ্যে ভোট। এই প্রেক্ষিতে, গরিব চাষিদের মন জিততে কৃষিঋণ মকুবের মতো কোনও প্রকল্প ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।
পর্যবেক্ষকদের একাংশের ধারণা, ডিজিটাল পরিষেবায় উৎসাহ দিতে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে করছাড়ের ঘোষণাও করতে পারেন প্রধানমন্ত্রী।
আর কী কী ঘোষণা করতে পারেন মোদী? সূত্রের দাবি, তিনি যে কালো টাকা উদ্ধারে অনড়, তা বোঝাতে বেনামি সম্পত্তির মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন।
নোট বাতিলের ফলে কত কালো টাকা উদ্ধার হল, এর ফলে দেশের কী কী লাভ হল, সেই হিসেব তুলে ধরে বিরোধীদের আক্রমণের জবাব দিতে পারেন মোদী।
পাশাপাশি, নোট বাতিলের ভোগান্তি সহ্য করার জন্য অভিনন্দন জানাতে পারেন দেশবাসীকে। তবে এগুলি স্রেফ জল্পনা।