এক্সপ্লোর
Advertisement
মু্ম্বই হামলার মাথা সঈদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার: পাকিস্তানের তীব্র সমালোচনা ভারতের
নয়াদিল্লি: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সঈদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ পাকিস্তান প্রত্যাহার করে নেওয়ায় তীব্র ক্ষোভ জানাল ভারত। জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতার মুক্তি পাওয়ার পথ প্রশস্ত করে দেওয়া হচ্ছে বলে মত ভারতের।
সরকারি সূত্রে বলা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনে পাকিস্তানের তরফে সদিচ্ছার ঘাটতি ফুটে উঠেছে এ ঘটনায়।
রবিবার সঈদ ও তাঁর জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগ তুলে নিয়েছে পাক কর্তৃপক্ষ। এর ফলে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা ও ভারত ২০০৮ সালের মুম্বই হামলার জন্য যে সঈদকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে, তাঁর ছাড়া পাওয়ার সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে।
জামাতকে ২০১৪-র জুনে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন তকমাও দেয় আমেরিকা। সন্ত্রাসবাদী কার্যকলাপে তাঁর ভূমিকার জন্য ১ কোটি মার্কিন ডলার মাথার দামও ঘোষিত হয়েছিল।
এহেন সঈদকে কেন ছাড় দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলে সরকারি সূত্রে বলা হয়েছে, একটি সন্ত্রাসবাদী সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য বিচার করার পরিবর্তে পাকিস্তান তাঁকে শুধুমাত্র জনসুরক্ষা বজায় রাখার আইনে গৃহবন্দি করে রেখে দিয়েছিল, এটাই বিস্ময়কর। এধরনের দ্বিচারী আচরণের নিন্দা হওয়া উচিত সব মহল থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement