এক্সপ্লোর
Advertisement
ভোপালে ধর্ষণ করে খুন, উদ্ধার মহিলার নগ্ন দেহ, গোপনাঙ্গে মিলল বিয়ার, কোল্ড ড্রিঙ্কসের বোতলের টুকরো!
ভোপাল: মধ্যপ্রদেশের ভোপালে ৩৫ বছর বয়সি এক মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। ভোপালে যেখানে থাকতেন ওই মহিলা, সেখান থেকে তাঁর নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। পরে পরীক্ষা করে, চিকিৎসকরা মহিলার গোপনাঙ্গ থেকে বিয়ার ও কোল্ড ড্রিঙ্কসের বোতলের টুকরো উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মহিলার দেহ উদ্ধার হলেও, অন্তত তার তিনদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলা ভোপালের অশোকনগরে এক ব্যক্তির সঙ্গে একটি এক কামরার ঘরে থাকতেন। দুজনেই দিনমজুর ছিলেন।
মহিলার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মহিলাকে খুন করার আগে, তাঁকে ধর্ষণ করা হয়। তাঁর গোপনাঙ্গ থেকে বিয়ারের বোতল, কোল্ড ড্রিঙ্কসের ক্যান উদ্ধার করেন চিকিত্সকরা। এগুলো ঢোকানোর ফলে তাঁর মারাত্মক রক্তক্ষরণ হয়। মনে করা হচ্ছে, এর জেরেই মহিলার মৃত্যু হয়েছে। শুধু গোপনাঙ্গে নয়, মহিলার মাথাতেও আঘাতের চিহ্ন পেয়েছে ডাক্তাররা। চিকিৎসকদের ধারণা, খুব সম্ভবত মহিলার মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মহিলার দেহ উদ্ধাররে পর, যাঁর সঙ্গে ওই মহিলা থাকতেন, সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যখন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তখন তিনিও নেশার ঘোরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, পুলিশি জেরায় ওই ব্যক্তি জানায়, ওই মহিলা তাঁর স্ত্রী ছিলেন। প্রথম দুজন স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। তৃতীয় স্ত্রী রহস্যজনক ভাবে মারা যান। মৃত মহিলা ছিলেন ওই ব্যক্তির চতুর্থ স্ত্রী। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই ব্যক্তি সন্দেহ করতেন, মহিলার সঙ্গে অপর এক প্রতিবেশীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। আশ্চর্যজনক ভাবে মহিলার মৃত্যুর পর থেকে সেই প্রতিবেশীও নিখোঁজ। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement