এক্সপ্লোর
Advertisement
পণ না মেলায় স্ত্রীকে ধর্ষণ স্বামী, ২ দেওরের!
জয়পুর: ৩০ বছর বয়সি মহিলাকে পণের দাবি মেটাতে না পারায় ধর্ষণের অভিযোগ উঠল স্বামী, তার দুই ভাইয়ের বিরুদ্ধে। রাজস্থানের আলোয়ারের ঘটনা।
পুলিশ জানিয়েছে, সেখানকার রেনি গ্রামের জনৈক জগন্নাথের সঙ্গে বিয়ে হয় ওই মহিলার। অভিযোগ, গত বছরের জানুয়ারিতে বিয়ের পর থেকেই ৫১ হাজার টাকা পণ চেয়ে তাঁর ওপর অত্যাচার শুরু হয় শ্বশুরবাড়িতে।
এক পুলিশ কর্তা বলেছেন, মহিলার স্বামী ও দেওররা তাঁকে ধর্ষণ করেই থামেনি। অভিযোগ, তারা তাঁর কপাল, হাতে উল্কি কেটে লিখে দেয়, যে পণ না দেওয়ার জন্যই এমন সাজা! আরও নোংরা কথাবার্তাও বসিয়ে দেওয়া হয় উল্কি এঁকে। এ ঘটনার পর বাবা-মায়ের কাছে ফিরে যান মহিলা। তাঁর বাবা-মা সেই দাগ তোলার চেষ্টা করলেও তা রয়ে গিয়েছে বলে জানিয়েছেন মহিলা থানার এসএইচও আবদুল ওয়াহিদ।
ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ (পারিবারিক হিংসার হাত থেকে মহিলাদের রক্ষা), ৩৭৬ (ধর্ষণের জন্য সাজা) ও ৪০৬ (ফৌজদারি আস্থা ভঙ্গের অভিযোগে সাজা) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও কোনও গ্রেফতারি হয়নি।
এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী বলেছেন, আমি মর্মাহত। ঘটনাটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছি জাতীয় মহিলা কমিশনকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement