এক্সপ্লোর
১০ লাখ টাকা দাবি, না পেলে মিথ্যা ধর্ষণের মামলায় জড়ানোর হুমকি, গ্রেফতার মহিলা

নয়ডা (উত্তরপ্রদেশ): ১০ লাখ টাকা চেয়ে না পেলে মিথ্যা ধর্ষণের মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি। গ্রেটার নয়ডায় এভাবে এক ব্যক্তিকে ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার এক মহিলা। সূরজপুর থানার আওতাধীন লাখানওয়ালি গ্রামের এ ঘটনার খবর পাওয়ার পর রবিবার ওই মহিলাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত মহিলা ও অভিযোগকারী কিছুদিন ধরে মেলামেশা করছিলেন, ওই মহিলা নানা ছুতোয় লোকটির কাছে বেশ কয়েকবার টাকা চান বলে জানান এক পুলিশ অফিসার। সূরজপুর থানার এসএইচও মুনীশ চৌহান বলেন, ১১ অক্টোবর লোকটি পুলিশের কাছে নালিশ করেন, ওই মহিলা তাঁর কাছে্ ১০ লাখ টাকা চেয়ে হুমকি দিয়েছেন, না দিলে মিথ্যা ধর্ষণের মামলায় জড়িয়ে দেবেন। এ ব্যাপারে এফআইআর দায়ের করে তদন্ত চালানো হয়। দুজনের মধ্যে চালাচালি হওয়া টেক্সট বার্তাও খতিয়ে দেখে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৮৮ (মৃত্যু বা আজীবন কারাবাসের সাজা হওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে জড়ানোর ভয় দেখিয়ে তোলাবাজি) ও ৫০৬ (ভয় দেখানোর মতো ফৌজদারি অপরাধ) ধারায় অভিযুক্ত করা হয়েছে মহিলাকে। তাঁকে আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















