এক্সপ্লোর
Advertisement
ঘরে 'বাতিল' ৫০০, ১০০০ টাকার ৫৬ লাখ! কী করবে, না বুঝে আত্মহত্যা কৃষক রমণীর
হায়দরাবাদ: ঘরে মজুত রয়েছে ৫৫ লাখ টাকা। কিন্তু সব যে ৫০০-১০০০ টাকার নোট! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতেই জানিয়ে দিয়েছেন, কালো টাকা, জাল নোটের কারবার রুখতে ৫০০-১০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে। কিন্তু সেই নোট ব্যাঙ্কে জমা দিয়ে যে পরে ফিরে পাওয়া যাবে, সেটাই জানা ছিল না তেলঙ্গানার কৃষক রমণী কে বিনোভা আর তাঁর স্বামী উপেন্দ্রিয়ার। দুজনেই গ্রামের মানুষ, পড়াশোনাও বিশেষ করেননি। প্রধানমন্ত্রীর সেদিনের ঘোষণামতো তাঁরা বিশ্বাস করে বসেন, ঘরে মজুত ৫০০- ১০০০-এর নোটগুলি এখন ‘কাগজের টুকরো’! ওই টাকা ঘরে রেখে আর কী হবে? ওর তো কোনও দামই নেই। হতাশ, চরম বিভ্রান্ত বিনোভা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন---কালো টাকা? উত্তরপ্রদেশের বেরিলিতে মিলল ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট
আরও পড়ুন----৫২ হাজার! ১০০০ টাকাভর্তি ব্যাগ কুড়িয়ে পেলেন পুনের ময়লা কুড়ুনি
পুলিশ জানিয়েছে, তেলঙ্গানার মেহবুবনগরের শানিগাপুরম গ্রামের বাসিন্দা ৫৫ বছরের বিনোভা তিন মাস আগে ১২ একর জমি বেচে ৫৫ লাখ টাকা পেয়েছেন। কিন্তু একটা জমি কিনবেন বলে টাকাটা ব্যাঙ্কে না ফেলে ঘরেই রেখে দেন। গতকালই বিনোভার কানে খবর যায়, সরকার ৫০০-১০০০ টাকার নোট বাতিল করেছে। কী করবেন এখন এত টাকা নিয়ে, বিভ্রান্ত হয়ে যান তিনি। টাকাটা ব্যাঙ্কে না দিয়ে ঘরে ফেলে রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বামীকে দোষ দেন তিনি। দুজনের তুমুল ঝগড়া হয়। তারপরই চরম পদক্ষেপ করেন বিনোভা।
দম্পতির ছেলে শ্রীনিবাস বলেছেন, সরকারি ঘোষণার কথা জানার পর ঝগড়া হয় বাবা-মায়ের। খুব ভেঙে পড়েছিল মা, সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। পুলিশ মামলা দায়ের করে তদন্তে নেমেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement