RG Kar Update: আর জি কর-কাণ্ডের ৭ মাস পার, CBI-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নিহত চিকিৎসকের পরিবার
ABP Ananda Live: '৭ মাস ধরে আর জি কর-কাণ্ডের তদন্ত চলছে, কিছুই জানায়নি CBI। কলকাতা পুলিশ ৫দিন তদন্ত করে ১দিন যোগাযোগ করেছিল। CBI ৭ মাসে কিছুই জানায়নি, অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারিনি। চার্জশিটের একটা পাতায় অভিজিৎ-সন্দীপ নিয়ে জানিয়েছিল', তারপরে আর কিছুই জানায়নি CBI, কোর্টে অভিযোগ পরিবারের । ট্রায়ালের সময়েও ঢুকতে দেওয়া হয়নি, অভিযোগ পরিবারের ।
তৃণমূলে ফের কালারফুল নেতার সন্ধান। এবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় কলকাতার প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করেন কল্যাণ। আর কোর্টে কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না।



















