এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
মোদীর বড় 'ফ্যান', খোরপোশের ৪৫ লক্ষ টাকাই স্বচ্ছ ভারত অভিযানে দিয়ে দিলেন এই মহিলা
![মোদীর বড় 'ফ্যান', খোরপোশের ৪৫ লক্ষ টাকাই স্বচ্ছ ভারত অভিযানে দিয়ে দিলেন এই মহিলা Woman Donates Rs 45 Lakh Alimony To Swachh Bharat Mission মোদীর বড় 'ফ্যান', খোরপোশের ৪৫ লক্ষ টাকাই স্বচ্ছ ভারত অভিযানে দিয়ে দিলেন এই মহিলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/09094054/mahatma-gandhi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জম্মু: স্বামীর কাছ থেকে খোরপোশ হিসাবে পাওয়া ৪৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত মিশনে দান করলেন এক মহিলা।
জম্মুর এই মহিলার নাম ডঃ মেঘা মহাজন। চিরদিনই তিনি মোদীর কট্টর ফ্যান। স্বামীর সঙ্গে থাকতেন না। ২০১১ সালে বিবাহ বিচ্ছেদের ফলে প্রাপ্য খোরপোশ চেয়ে স্বামীর সঙ্গে আইনি বিবাদে জড়িয়ে পড়েন। তখনই মনঃস্থির করে ফেলেন, টাকাটা হাতে পেলে সুন্দর, স্বচ্ছ, পরিচ্ছন্ন ভারত গড়ার কর্মসূচিতে দিয়ে দেবেন। ২০১৭-র নভেম্বরে খোরপোশ বাবদ ৪৫ লক্ষ টাকা তাঁকে মঞ্জুর করে আদালত। পুরোটাই তিনি স্বচ্ছ ভারত কোষে দান করেন।
তাঁকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট অনুরাগী আমি। ভারতের জন্য এরকম একটা দারুণ কাজ করছেন উনি। ভেবেছিলাম, স্বচ্ছ ভারতের জন্য টাকাটা দান করব, কারণ এর থেকে ভাল আর কোনও উদ্দেশ্য হতে পারে না। তিনি স্বচ্ছ ভারত প্যানেলকে চিঠিও লিখেছেন একটি জল ও বায়ু শোধন প্রকল্পের ব্যাপারে। আশা করছেন, এ ব্যাপারে তাঁর প্রস্তাবে সম্মতি মিলবে।
ডঃ মহাজনের অভিমত, লোকের মনে এরকম একটা ভুল ধারণা আছে যে, মহিলারা ডিভোর্স, খোরপোশের নামে তোলাবাজি করেন। সেটা তিনি ভাঙতে চেয়েছেন। বলেছেন, ঠিকই করেছিলাম, যারা এসব বলে, তাদের জবাব দিতে খোরপোশ নেব, কিন্তু তার একটা পয়সাও নিজে নেব না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)