এক্সপ্লোর
Advertisement
অফিস থেকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, দেখেও বাধা দিল না কেউ
২৪ বছরের এক দলিত যুবতীকে তাঁর অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করল এক যুবক।
তার পর সেই যুবতী যতই বাধা দিন না কেন, তার পরোয়া না করে তাঁর অফিসের সামনে দিয়ে কম করে একশো মিটার পথ তাঁকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে উধাও হয়ে গেল সেই যুবক। নিয়ে গেল একটি পরিত্যক্ত খামার বাড়িতে। তার পর সেই যুবতীকে সে ধর্ষণ করল। কিন্তু কেউ সেই যুবতীকে বাঁচাতে এগিয়ে এলেন না। বরাত ভাল, ধর্ষণের পর ওই যুবতীকে খুন হতে হয়নি। তিনি পালিয়ে আসতে পেরেছিলেন। কিন্তু বাবাকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েও তাঁকে চরম হেনস্থার মুখে পড়তে হয়। পুলিশ ওই যুবতীর এফআইআর নেয় পাঁচ দিন পর। কিন্তু, এক মাস কেটে গেলেও পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারেনি।
ঘটনাটি ঘটেছে গত ২৫ এপ্রিল, পঞ্জাবের মুক্তাসর এলাকায়। যুবতীটি ওই এলাকায় একটি কম্পিউটার সেন্টারে কাজ করতেন। তাঁর অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই দিন প্রকাশ্য দিবালোকে তাঁকে তাঁর অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে এক যুবক। ওই যুবতী যতই চিৎকার করে তাঁকে বাঁচানোর জন্য সাহায্য চাওয়ার চেষ্টা করুন না কেন, তাঁকে বাঁচাতে কেউই এগিয়ে আসেননি। পথচারীরা যে যার মতো চলে গিয়েছেন তাঁদের কাজে। পরে যুবতীটির অফিস থেকে বেরিয়ে আসেন তাঁর সহকর্মীরা। কিন্তু, তত ক্ষণে যুবতীটিকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন দুষ্কৃতী। পুলিশ জানাচ্ছে, ওই দুষ্কৃতী আর যুবতীটি একই গ্রামের বাসিন্দা। তাঁরা পূর্ব পরিচিতও ছিলেন।
ওই যুবতী পরে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে মুক্তাসর থানার পুলিশ অফিসারকে তলব করেছে কমিশন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement