এক্সপ্লোর
রাজস্থানে স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় মহিলাকে ধর্ষণ শ্বশুর ও আত্মীয়র
মীর তিন তালাকের প্রতিবাদ করায় রাজস্থানের এক মহিলাকে নিগ্রহের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ওই মহিলাকে তাঁর শ্বশুর ও অন্যান্য আত্মীয়রা ধর্ষণ করে বলে অভিযোগ। ভিওয়াড়ির মহিলা থানায় সোমবার দায়ের করা অভিযোগ অনুসারে, ২৫ বছরের ওই মহিলার দাবি, গত শুক্রবার তাঁর স্বামী তাঁকে তিন তালাক দেয়।

নয়াদিল্লি: স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় রাজস্থানের এক মহিলাকে নিগ্রহের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ওই মহিলাকে তাঁর শ্বশুর ও অন্যান্য আত্মীয়রা ধর্ষণ করে বলে অভিযোগ। ভিওয়াড়ির মহিলা থানায় সোমবার দায়ের করা অভিযোগ অনুসারে, ২৫ বছরের ওই মহিলার দাবি, গত শুক্রবার তাঁর স্বামী তাঁকে তিন তালাক দেয়। কিন্তু এভাবে তালাকের বিরোধিতা করায় ওই মহিলার তাঁর শ্বশুর ও শ্বশুরের ভাই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, তিন তালাক দেওয়া ও মারধরের অভিযোগে ওই মহিলার স্বামীর বিরুদ্ধে, শ্বশুর ও অন্য আত্মীয়র বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















