এক্সপ্লোর
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ফের যুদ্ধবিরতি ভেঙে গুলিবর্ষণ পাক সেনার, মৃত্যু মহিলার

জম্মু: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পাক বাহিনীর নির্বিচার মর্টার বর্ষণে ৩৫ বছরের এক মহিলার মৃত্যু। জখম হয়েছেন তাঁর স্বামী। বুধবার রাত ১০টা ৪০ থেকে নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি ও মর্টার ছুড়তে শুরু করে পাক সেনারা। সেইসময়ই লাম বেল্টের একটি গ্রামে শেলের আঘাতে মৃত্যু হয় আখতার বাই নামে ওই মহিলার। জখম হন তাঁর স্বামী মহম্মদ হানিফ। প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, ভারতীয় সেনার পক্ষ থেকেও পাকিস্তানের এই যুদ্ধবিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে গুলির লড়াই। গত একমাসের মধ্যে ছয়বার এভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। গত ১ মে পাক সেনার বর্ডার অ্যাকশন টিম পুঞ্চের কৃষ্ণঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢুকে দুই ভারতীয় জওয়ানকে হত্যার পর তাঁদের মুণ্ডচ্ছেদ করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















