এক্সপ্লোর
Advertisement
আলাদা ব্যবস্থা, লখনউয়ে ঈদগাহে নমাজ পড়বেন মেয়েরা, এই প্রথম
লখনউ: দেশের বিভিন্ন ধর্মস্থানে মেয়েদের প্রবেশের অধিকার প্রয়োগের দাবি নিয়ে নানা মহলে বিতর্কের মধ্যেই লখনউয়ের আইসবাগের বিখ্যাত ঈদগাহতে আগামীকাল ঈদের নমাজ পড়বেন মহিলারা। জানালেন আইসবাগ ঈদগাহের ইমাম মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি। এই প্রথম মেয়েদের নমাজ পড়ার জন্য সেখানে পৃথক বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আলাদা জায়গায় পুরুষদের পাশাপাশি মেয়েরাও নমাজ নিবেদন করবেন, বলেন মাহালি। তিনি জানান, অতীতে মেয়েদের জন্য ঈদগাহের দরজা বন্ধ ছিল না কখনও। তবে তাঁদের জন্য পৃথক আয়োজন করা হত না। এবার হচ্ছে।
প্রসঙ্গত, গত এপ্রিলেই মহারাষ্ট্রে শনি সিঙ্গনাপুর মন্দিরে এক শতকের নিষেধাজ্ঞা তুলে নিয়ে মেয়েদের ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। বিভিন্ন মাজারে মেয়েদের পা রাখায় কোনও নিষেধ নেই। তবে মসজিদ বা ঈদগাহে মেয়েদের সচরাচর নমাজ পড়তে যেতে দেখা যায় না। সেদিক থেকে আইসবাগ ঈদগাহের সিদ্ধান্তটিকে প্রগতিশীল পদক্ষেপ বলা যেতে পারে বলে অভিমত জানান মাহালি।
প্রসঙ্গত, মুম্বইয়ের হাজি আলি দরগায় মেয়েদের ঢোকায় নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে কিছুদিন আগেই বম্বে হাইকোর্টে পিটিশন দিয়েছে ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামে একটি গোষ্ঠী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement