এক্সপ্লোর
Advertisement
যে সব গ্রাম ভোট দেবে না সেগুলিকে উপেক্ষা করতে দ্বিধা নয়, বিতর্কিত মন্তব্য চন্দ্রবাবুর
কুর্নুল: যে সব গ্রাম ভোট দেবে না সেগুলিকে উপেক্ষা করতে কোনও দ্বিধা করা হবে না। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু। কিছুদিনের মধ্যেই নন্দ্যালা বিধানসভা আসনের উপনির্বাচন। এই ভোট কার্যত চন্দ্রবাবুর কাছে মর্যাদার লড়াই। নন্দ্যালার বিধায়ক ভুমা নাগরেড্ডির মৃত্যু হওয়ায় উপনির্বাচন হবে। ভুমা আসলে ওয়াইএসআর কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে জিতেছিলেন। কিন্তু পরে মেয়ে বি অখিলা প্রিয়াকে নিয়ে দল ছেড়ে টিডিপি-তে যোগ দিয়েছিলেন। প্রিয়া সম্প্রতি নাইডু সরকারের মন্ত্রী হয়েছেন।
উপনির্বাচনে নন্দ্যালায় ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টক্কর দিতে গিয়ে হোঁচট খেতে হচ্ছে ক্ষমতাসীন টিডিপি-কে। জগনমোহন রেড্ডির দলের শক্তঘাঁটিতে দাঁত ফোটাতে ব্যর্থ হওয়ায় দলের নেতাদের ধমকধামক দিলেন চন্দ্রবাবু।
কুর্নুলের নন্দ্যালায় একটি বেসরকারি অনুষ্ঠানে কিছু স্থানীয় বাসিন্দা তাঁদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁদের নাইডু বলেন, ‘আমার শাসন যদি পছন্দ না হয় তাহলে আমার সরকার যে পেনশন দেয় তা নেবেন না। আমার সরকার যে রাস্তা তৈরি করেছে তাতে হাঁটবেন না’।
এরপর দলের নেতাদের ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের জিজ্ঞাসা করুন, আমাদের কাছ থেকে এত সুবিধা পাওয়ার পর ওরা এত অসন্তুষ্ট কেন। যে সব গ্রাম আমাদের ভোট দেবে না সেগুলিকে উপেক্ষা করতে আমি দ্বিধা করব না’।
দলের নেতাদের চন্দ্রবাবু আরও বলেন, এক একটি ভোটের জন্য পাঁচ হাজার টাকা দিতে পারেন। কিন্তু এটা তাঁর নীতি নয়। যেখানে বিরোধী দলগুলিকে ভোট কেনার কৌশল নিয়ে চলে সেখানে তিনি সততা বজায় রাখতে দায়বদ্ধ।
চন্দ্রবাবু বলেছেন, সরকারের উন্নয়ণমূলক কাজের ভিত্তিতেই তিনি সমর্থন চান। সরকারি প্রকল্প ও সুবিধাগুলি সম্পর্কে মানুষকে জানাতে দলের নেতাদের দায়িত্ব নিতে বলেন তিনি। এভাবে মানুষ যাতে টিডিপি-কে ভোট দেন, তা নিশ্চিত করতে হবে।
দলের নেতাদের তিনি আরও বলেন, যাঁরা টিডিপি বা টিডিপি সরকারকে পছন্দ করেন না তাঁদের বলুন, এই সরকারের তৈরি করা রাস্তায় তাঁরা যেন না হাঁটেন। সরকারের পেনশন যেন না নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement