Kalyan Banerjee: 'পশ্চিমবঙ্গের বিজেপি নেতাগুলো অশিক্ষিত', অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ কল্যাণের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গের বিজেপি নেতাগুলো অশিক্ষিত', অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ কল্যাণের ।
আরও খবর
আবাস যোজনায় ঘর দিতে সরাসরি কাটমানি চাইছেন তৃণমূল বুথ সভাপতি। ভাইরাল ভিডিও ঘিরে মুর্শিদাবাদের সুতিতে শোরগোল। সুতি ২ নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের তৃণমূল সভাপতি নীলিমা দাসের টাকা চাওয়ার ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা। লিখেছেন, T - টাকা, M - মারা, C - কোম্পানি। আসুন পরিচয় করি তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সঙ্গে। ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি ২ ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের গাজিপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস। গরীব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নতুন এসেছেন, তাই জানেন না, টাকা চাওয়া নিয়ে সাফাই তৃণমূল বুথ সভাপতির।