এক্সপ্লোর
রেডমি 5A-এর সঙ্গে জিও অফার: ৩,৯৯৯ টাকায় স্মার্টফোন, ১৯৯ টাকায় আনলিমিটেড কল ও ২৮ জিবি ডেটা

নয়াদিল্লি: জিওয়াওমি-র নয়া দেশ কা স্মার্টফোন রেডমি 5A সঙ্গে আকর্ষণীয় অফার জিও-র। জিও নেটওয়ার্কের সঙ্গে ক্রেতারা মাত্র ৩৯৯৯ টাকায় এই ফোন কিনতে পারবেন। উল্লেখ্য, ৪,৯৯৯ টাকায় এই ফোন বাজারে এনেছে জিয়াওমি। জিও-র অফারে এই ফোন পাওয়া যাবে ১ হাজার টাকা কমে। রিলায়েন্স জিও ও জিয়াওমির সঙ্গে অংশীরিত্ব করেছে। জিয়াওমি এই ফোনের নাম দিয়েছে দেশ কা স্মার্টফোন। সমঝোতা অনুসারে, গ্রাহকরা এক হাজার টাকা কম দামে জিও নেটওয়ার্কের সঙ্গে এই ফোন কিনতে পারেন। এই স্মার্টফোনের ২ জিবি র্যা ম ও ১৬ জিবি মেমোরি সহ মডেলটি ৪,৯৯৯ টাকায় বাজারে নিয়ে আসা হয়েছে। কিন্তু জিও-র অফারে ক্রেতারা ফোনটি ৩,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই অফারে জিও-র ১৯৯ টাকার বিশেষ প্ল্যান রেডমি 5A-এর জন্য জিও ১৯৯ টাকার বিশেষ প্ল্যান নিয়ে এসেছে।এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক ১ জিবি ডেটার সুবিধা পাবেন। রেডমি 5A-এর ৩ জিবি র্যা ম ও ৩২ জিবি মেমোরি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ৬,৯৯৯ টাকা। কোম্পানির এটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। রেডমি 5A-তে দেওয়া হয়েচে ৫ ইঞ্চি স্ক্রিন। রেজোলিউশন ফুল এইচডি ৭২০ পিক্সেল। এই স্মার্টফোনে রয়েছে ৬৪ বিট কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রোসেসর। ডুয়েল সিমের এই ফোনটিতে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ব্যাটারি। এই ব্যাটারি আটদিন স্ট্যান্ডবাই মেয়াদ রয়েছে। এই ব্যাটারিতে ৭ ঘন্টা ভিডিও চালানো এবং ৬ ঘন্টা গেম খেলা যাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















