‘দীর্ঘায়ু কামনা করি’, যোগীর জন্মদিনে জোড়া ট্যুইট মোদি-শাহর, বৃক্ষরোপনের অনুরোধ ৪৭-এ পা দেওয়া মুখ্যমন্ত্রীর
জন্মদিনেই বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের ২৩ কোটি নাগরিককে বৃক্ষরোপনের অনুরোধ করলেন তিনি।
লখনউ: ৪৭-এ পা রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর নিজের জন্মদিনেই বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের ২৩ কোটি নাগরিককে বৃক্ষরোপনের অনুরোধ করলেন তিনি।
"विश्व पर्यावरण दिवस" पर हम अपनी जननी धरती माँ के लिए समर्पित होकर इसे और अधिक स्वच्छ और हरित बनाने का संकल्प लें। पर्यावरण का संरक्षण और संवर्द्धन हम सबकी सामाजिक, नैतिक और राष्ट्रीय ज़िम्मेदारी है। आइये, हम सभी लोग अपने दैनिक जीवन में भी पर्यावरण संरक्षण की दिशा में कार्य करें। pic.twitter.com/r0yskEJCL8
— Yogi Adityanath (@myogiadityanath) June 5, 2019
ট্যুইটে যোগী আদিত্যনাথ লিখেছেন, “বিশ্ব পরিবেশ দিবস ধরিত্রী মা-কে উৎসর্গ করছি এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছি আরও স্বচ্ছ ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলব।” একই সঙ্গে নিজের রাজ্যের ২৩ কোটি মানুষকে ধন্যবাদ জানিয়ে ২৩ কোটি গাছ লাগানোর জন্য অনুরোধও করেছেন সদ্য ৪৭-এ পা দেওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রসঙ্গত, এদিন যোগী আদিত্যনাথকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্যাবিনেটের ‘নম্বর টু’, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিজেপির এই দুই শীর্ষনেতাই যোগী আদিত্যনাথের দীর্ঘায়ু কামনা করেছেন।
Thank you Hon. PM Shri @narendramodi ji for warm wishes. Under your benevolent guidance and leadership, #NewUP is charting out it's own development path to ensure each of the 23 crore citizens of the state realises her/his full potential. https://t.co/xil58gjARz
— Yogi Adityanath (@myogiadityanath) June 5, 2019