এক্সপ্লোর
Advertisement
এবার তো সরকারকে বাচ্চাদের লালন-পালনও করতে বলা হতে পারে, আদিত্যনাথের মন্তব্য ঘিরে বিতর্ক
লখনউ: উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বিআরডি হাসপাতালে শিশুদের মৃত্যু মিছিল। আগস্টের প্রথমদিকে হাসপাতালে শিশুমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। অক্সিজেনের অভাবে ৩৬ শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। সরকার অবশ্য সেই অভিযোগ মানেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৭ ও ২৮ আগস্ট ৪৮ ঘন্টায় ৪২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। কিন্তু নির্বিকার রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার। বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্য, এখন লোকজন তো নিজেদের দায়দায়িত্বও সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিছু হলেই বলা হচ্ছে, এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এরকম চললে তো হয়ত এমন একটা দিন আসবে, যখন সরকারকেই বাচ্চা লালন-পালন করতেও বলা হবে!
তাঁর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে।
গোরক্ষপুরের বিআরডি হাসপাতালের তরফে জানানো হয়েছে, চলতি বছরে সেখানে এক হাজার ২৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। শুধুমাত্র অগাস্ট মাসেই মারা গিয়েছে ২৯৬ শিশু। বেশ কয়েকটি শিশু এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।
আগস্টের প্রথমে শিশুমৃত্যুর ঘটনার পর উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ পরিসংখ্যান উল্লেখ করে দাবি করেছিলেন, আগস্ট মাসে প্রতি বছরই শিশুমৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement