পটনায় মোদীর নিরাপত্তা জোনে ভুয়ো আইপিএস অফিসার, গ্রেফতার
নয়াদিল্লি: সর্ষের মধ্যেই ভূত! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের পটনা সফরের সময় তাঁর নিরাপত্তারক্ষী দলের সদস্য বলে নিজেদের দাবি করে এক যুবক। কিন্তু বাস্তবে ভুয়ো প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। একটি সর্বভারতীয় দৈনিকের খবর, যুবকটি নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে জানায়, সে প্রধানমন্ত্রীর সফরের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে এসেছে। ২০১৫ সালের ব্যাচের আইপিএস বলেও জানায় সে। কিন্তু সেখানেই উপস্থিত আরেক নিরাপত্তা অফিসারের সন্দেহ হওয়ায় তিনি পরিচয়পত্র দেখতে চান। তা দেখাতে পারেনি লোকটি। কথাবার্তা বলে বোঝা যায়, তার মানসিক স্থিরতা নেই। তাকে জেরা করে বেরিয়ে আসে, পুনের একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের ছাত্র সে। বাবা রিজার্ভ ব্যাঙ্কের কর্মী। প্রধানমন্ত্রী এসে পৌঁছনোর আধ ঘণ্টা আগেও অনুষ্ঠান মঞ্চের কাছে ঘুরে বেড়াচ্ছিল সে। প্রধানমন্ত্রী আসবেন বলে কাছের একটি রাস্তা ঘিরে রাখা হয়েছিল, তাঁর কনভয় যাতে সেটি ব্যবহার করতে পারে। আচমকা সেই রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। যেখানে অ্যাম্বুলেন্স দাঁড় করানোরও অনুমতি ছিল না, সেখানে পৌঁছে যায় গাড়িটি। পরে সেটিকে চিহ্নিত করে চালককে গ্রেফতার করা হয়। কেন গাড়িটি সেখানে ঢুকেছিল, খতিয়ে দেখা হচ্ছে।