এক্সপ্লোর
দিল্লিতে তরুণী ও সঙ্গীর ওপর হামলার পর নিজেকেও গুলি প্রাক্তন স্বামীর
নয়াদিল্লি: দিল্লিতে তরুণী ও তাঁর বন্ধুকে গুলি করার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। পরে নিজেকেও গুলি করে রাজেন্দ্র নামে ওই ব্যক্তি। তিনজনকেই এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল রাত পৌনে দশটা নাগাদ দিল্লির সিরি ফোর্ট এলাকায় একটি পার্কে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, তরুণী ও তাঁর বন্ধু কাজল যতীন সরকার একটি কলসেন্টারের কর্মী। অভিযুক্তের বাবা সিআইএসএফ কন্সস্টেবল। বাবার রিভলভার ব্যবহার করেই সে গুলি চালিয়েছে বলে অনুমান।
পুলিশ জানিয়েছে, বছর তিনেক আগে রাজেন্দ্রর সঙ্গে বিয়ে হয়েছিল গুলিবিদ্ধ তরুণীর। বনিবনা না হওয়ায় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরে কাজলের সঙ্গে আলাপ হয় তরুণীর। তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। গতকাল এই খবর জানতে পেরে প্রাক্তন স্বামী তরুণীর সঙ্গে দেখা করতে এলে তরুণী ফোন করে কাজল যতীন সরকারকে ডেকে নেন বলে খবর। পার্কের কাছে তিন জনের দেখা হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। তার পর আচমকাই রাজেন্দ্র গুলি চালায় বলে মনে করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement