এক্সপ্লোর
Advertisement
জায়রার শ্লীলতাহানির ঘটনায় মহারাষ্ট্রের ডিজিপি, ভিস্তারাকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
নয়াদিল্লি: দিল্লি থেকে মুম্বইগামী বিমানে অভিনেত্রী জায়রা ওয়াসিমের শ্লীলতাহানির ঘটনা নিয়ে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সের এথিক্স অফিসারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। ই-মেলে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা লিখেছেন, 'অভিনেত্রী জায়রা ওয়াসিম যখন বিমানে তন্দ্রায় ছিলেন, তখন পিছন থেকে এক ব্যক্তি তাঁর পিঠে ও ঘাড়ে পা দেয় বলে অভিযোগ। গতকাল গভীর রাতে জায়রা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এয়ার ভিস্তার উড়ানে ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন। তাঁর গাল বেয়ে চোখের জল নেমে আসছিল।'
রেখা আরও বলেছেন, ভিস্তারা এয়ারলাইন্স সংস্থা এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানালেও, পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা সংস্থার আধিকারিককে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। তাঁরা যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ১৯৯০ সালের মহিলা কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন তাঁরা।
Any harassment/crime against women shld be dealt with swiftly & effectively. As a mother of 2 daughters I am appalled at what happened with @zairawasimz. Hope the relevant authorities take strict action @airvistara @Ashok_Gajapathi @jayantsinha
— Mehbooba Mufti (@MehboobaMufti) December 10, 2017
জায়রার পাশে দাঁড়িয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ট্যুইটারে লিখেছেন, 'মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধ বা হেনস্থার ঘটনার ক্ষেত্রে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। জায়রার সঙ্গে যেটা হয়েছে, তাতে দুই সন্তানের মা হিসেবে আমি আতঙ্কিত। আশা করি প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।'
The passenger should be identified to the police by @airvistara & a case filed for legal action. None of this “he fell at my feet so I forgive him” rubbish! https://t.co/1umbBOOGAu
— Omar Abdullah (@OmarAbdullah) December 10, 2017
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও জায়রার পাশে দাঁড়িয়েছেন। তিনি ট্যুইট করে বলেছেন, জায়রা যে সহযাত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন, তাঁকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ ও এয়ার ভিস্তারার। এক্ষেত্রে ক্ষমা করা উচিত নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement