এক্সপ্লোর
Advertisement
'এত দ্রুত আলবিদা বলতে হবে ভাবিনি', মতান্তর ভুলে প্রয়াত ইরফানকে শ্রদ্ধা জানালেন নওয়াজউদ্দিন সিদ্দিকি
ইরফান খানের সঙ্গে নাকি তেমন সদ্ভাব ছিল না নওয়াজউদ্দিন সিদ্দিকির। কিন্তু ইরফানের অকাল প্রয়াণ ভুলিয়ে দিয়েছে সব মতানৈক্য।
মুম্বই: নায়কোচিত চেহারা নেই কিন্তু দুজনেই নায়ক। ভারতীয় সিনেমার প্রশ্নহীন তারকা। লাঞ্চবক্স-এ এক সঙ্গে তাঁদের দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। অথচ এরপর তাঁদের আর স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। ইরফান খানের সঙ্গে নাকি তেমন সদ্ভাব ছিল না নওয়াজউদ্দিন সিদ্দিকির। কিন্তু ইরফানের অকাল প্রয়াণ ভুলিয়ে দিয়েছে সব মতানৈক্য। নওয়াজ শ্রদ্ধা জানালেন প্রয়াত সহ শিল্পীকে।
লাঞ্চবক্স-এর সময় থেকে নাকি দুজনের ঠাণ্ডা লড়াই চলছিল। কথাবার্তা ছিল না বিশেষ। কিন্তু ইরফানের মৃত্যুতে গোটা বলিউডের মতই শোকে আচ্ছন্ন নওয়াজ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ২০০০ সালে আলবিদা নামে একটি ছবিতে অভিনয় করি, ইরফান ছিলেন পরিচালক। তাঁর সঙ্গে বহু ছবিতে অভিনয় করার সৌভাগ্য হয়েছে আমার। গোটা সিনেমা জগতে তাঁর জায়গা পূরণ করার সাধ্য কারও নেই। দুঃস্বপ্নেও ভাবিনি, এত দ্রুত আলবিদা বলতে হবে।
কোলন ক্যানসারে আক্রান্ত ইরফানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। পরদিন সেখানেই তাঁর মৃত্যু হয়। শেষ তাঁকে দেখা গিয়েছে হোমি আদজানিয়ার আংগ্রেজি মিডিয়াম ছবিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement