Parliament Winter Session: গত পাঁচ বছরে ভারতের নাগরিকত্ব ছেড়েছেন কয়েক লক্ষ মানুষ, সংসদে জানাল কেন্দ্র
Indian Citizenship: বিরোধী শিবির থেকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রকে।

নয়াদিল্লি: গত পাঁচ বছরে ভারতে নাগরিকত্ব ছেড়েছেন প্রায় ৯ লক্ষ মানুষ। সংসদে এবার এমনই তথ্য তুলে ধরল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বিদেশ মন্ত্রকের তরফে পরিসংখ্যান পেশ করে বলা হয়েছে, ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন ভারতের নাগরিকত্ব বর্জন করেন। ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে হয় ১.৬ লক্ষ, ২০২২ সালে ২.২ লক্ষ, ২০২৩ সালে ২.১ লক্ষ এবং ২০২৪ সালে ২ লক্ষ। (Indian Citizenship)
বিরোধী শিবির থেকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রকে। কত সংখ্যক মানুষ ভারতের নাগরিকত্ব বর্জন করেছেন, তাঁদের আয় কেমন ছিল, কী চাকরি করতেন, চাওয়া হয়েছিল তথ্য। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ৯ লক্ষের পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্র। পাশাপাশি, কেন্দ্র জানায়, ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের নাগরিকত্ব বর্জনকারীর সংখ্যা বছরে ১.২ থেকে ১.৪ লক্ষের মধ্যে ঘোরাফেরা করত। ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ১১ লক্ষ ৮৯ হাজার ১৯৪ জন ভারতের নাগরিকত্ব বর্জন করেন। অর্থাৎ পরিসংখ্যান বলছে, গত ১৪ বছরে ২০ লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব বর্জন করেছেন। (Parliament Winter Session)
তবে নাগরিকত্ব বর্জনকারীদের আয় কেমন ছিল, তাঁরা কোন পেশায় নিযুক্ত ছিলেন, তা খোলসা করেনি কেন্দ্র। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ জানান, ওই সংক্রান্ত কোনও তথ্য সরকারের কাছে নেই। এর আগে, মার্চ মাসে কেন্দ্র সংসদে জানিয়েছিল, নাগরিকত্ব বর্জনের কারণ একান্ত ব্যক্তিগত, শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষেই জানা সম্ভব।
🚨 Number of Indians renouncing their citizenship.
— Indian Tech & Infra (@IndianTechGuide) December 14, 2025
2020 - 85,256
2021 - 1,63,370
2022 - 2,25,620
2023 - 2,16,219
2024 - 2,06,378 pic.twitter.com/djVOOmpwsa
শুধু তাই নয়, সেই সময় কেন্দ্র জানায়, জ্ঞাননির্ভর অর্থনীতির যুগে যে বৈশ্বিক কর্মক্ষেত্রের সম্ভাবনা তৈরি হয়েছে, তা সরকার দ্বারা স্বীকৃত। এতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সম্পর্কেও পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রের বক্তব্য ছিল, “সফল, সমৃদ্ধশালী এবং প্রভাবশালী প্রবাসী মানুষজন ভারতের জন্য সম্পদ। এই প্রবাসী নেটওয়র্কের দরুণ প্রাপ্ত সফ্ট পাওয়ারকে কাজে লাগিয়ে লাভবান হতে পারে ভারত।”
পাশাপাশি, কেন্দ্র জানিয়েছে, গত তিন বছরে বিদেশ থেকে ৫ হাজার ৯৪৫ ভারতীয়কে উদ্ধার করে এনেছে সরকার। ইজরায়েল থেকে ‘অপারেশন অজয়ে’র মাধ্যমে অনেককে ফিরিয়ে আনা হয় দেশে। ‘অপারেশন সিন্ধু’র মাধ্যনে ইরান-ইজরায়েলের সময় ফিরিয়ে আনা হয় অনেককে। কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ৪৫ জন ভারতীয়র দেহ ফিরিয়ে আনা হয় দেশে।






















