Neet Scam Row: NEET প্রশ্নফাঁস কাণ্ডে মামলা দায়ের সিবিআইয়ের! টিম গেল গোধরা-পাটনায়
CBI on NEET Question Leak: কীভাবে প্রশ্নফাঁস হয়েছে, কোথায় কোথায় ছড়িয়ে এর শিকড়। মাস্টারমাইন্ড কারা? খোঁজ পাবে CBI?
কলকাতা: নিট দুর্নীতিকাণ্ডে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সম্প্রতি সর্বভারতীয় পরীক্ষা NEET-এর প্রশ্নফাঁস নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আসে। তারপর ভারতের শিক্ষামন্ত্রকের ডিরেক্টর অফ দি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের তরফে লিখিত অভিযোগ জমা করা হয়, তার ভিত্তিতেই সিবিআই ফৌজদারি মামলা দায়ের করেছে।
FIR-এ কী অভিযোগ রয়েছে?
ওই অভিযোগ পত্রে বলা হয়েছে NTA-৫ মে ৫৭১ শহরে ৪৭৫০টি কেন্দ্রে নিট পরীক্ষা নিয়েছিল। ২৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। অভিযোগ করা হয়েছে যে বেশ কিছু রাজ্যে এই পরীক্ষার ক্ষেত্রে একাধিক অনিয়ম দেখা গিয়েছে। এই কারণেই শিক্ষামন্ত্রক সিবিআইকে বিষয়টি নিয়ে সম্পূর্ণ তদন্ত করার জন্য বলেছিল। তার ভিত্তিতেই সিবিআই ফৌজদারি মামলা দায়ের করেছে। সিবিআইয়ের তরফে স্পেশাল টিম তৈরি করা হয়েছে। বেশ কিছু দলতে পাটনা ও গোধরায় এই দুর্নীতির তদন্তে পাঠানো হয়েছে।
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগ ঘিরে দেশজুড়ে তোলপাড় চলছে। এরইমধ্য়ে পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয়েছে NEET PG-ও। রবিবার যে স্নাতকোত্তরের NEET হওয়ার কথা ছিল, তা শনিবার শেষ মুহূর্তে স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। সল্টলেকে এমনই এক পরীক্ষাকেন্দ্রের বাইরে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতার জন্য় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NEET PG কবে হবে, তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য়, এই পরীক্ষা নেয় NEET-PG-র নিয়ামক সংস্থা, ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন
এদিনই ফের পরীক্ষা:
গ্রেস মার্ক পাওয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার্থীদের আজ ফের পরীক্ষা। মোট ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার কথা ছিল। দুপুর ২ থেকে বিকেল ৫টা ২০ পর্যন্ত পরীক্ষা হয়েছে। এদের মধ্যে মাত্র ৭৫০ জন পরীক্ষা দিতে বসেছেন বলে সূত্রের খবর।
ইতিমধ্য়েই, NTA-র DG সুবোধ সিংহকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রদীপ সিংহ খারোলাকে। অন্য়দিকে নিট বাতিলের দাবিতে আজই দিল্লির যন্তরমন্তরে পরীক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে।
প্রশ্ন ফাঁসের জাল ছড়িয়ে কোথায়?
বিহার, ঝাড়খণ্ডের পর, প্রশ্নফাঁসের জাল এবার মহারাষ্ট্রেও! শুধু তাই নয়, NEET-এ দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার গ্রেফতার করা হল ২ শিক্ষককে। মহারাষ্ট্রের লাতুর থেকে দুই শিক্ষককে গ্রেফতার করেছে নান্দেড় ATS. সূত্রের খবর, দুজনই জেলা পরিষদের সকুলে কর্মরত। ATS সূত্রে খবর, ২ শিক্ষকই লাতুরে নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের JEE ও NEET-এর প্রশিক্ষণ দিতেন। NEET দুর্নীতিকাণ্ডে ইতিমধ্য়েই বিহার থেকে ১৩ জন ও ঝাড়খণ্ড থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: আসছে বৃষ্টি! বইতে পারে ঝোড়ো হাওয়া! কখন সঙ্গে রাখতেই হবে ছাতা?