এক্সপ্লোর
নেপোটিজম নিয়ে প্রাণবন্ত বিতর্কটা ভালো লাগছে, জানালেন অভয় দেওল
অভয় বলেন, জেঠুকে আমি বেশিরভাগ সময়ই ভালোবেসে ড্যাড বলে ডাকি। উনি আউটসাইডার হিসেবে ইন্ডাস্ট্রিতে এসে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।
মুম্বই: নেপোটিজম নিয়ে যেটুকু তথ্য এখন সামনে উঠে আসছে তা হিমশৈলের চূড়া মাত্র। তবু এখন যে ইন্ডাস্ট্রির অভিনেতারা ব্যাপারটা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন এটা দেখে ভালো লাগছে। এমনটাই জানিয়েছেন ‘দেভ-ডি’ অভিনেতা অভয় দেওল।
অভয় বরাবরই তাঁর জ্যাঠমশাই ধর্মেন্দ্রকে ফিল্মে আসার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে এসেছেন। ২০০৫ সালে ধর্মেন্দ্র-র বিজেতা ফিল্মসের ‘শোচা না থা’ ছবিতে তাঁর পর্দায় অভিষেক ঘটে।
সাম্প্রতিক নেপোটিজম বিতর্ক নিয়ে তাঁর মত, ‘আমাদের সংস্কৃতির মধ্যেই নেপোটিজম ব্যাপারটা রয়েছে। হঠাৎ করে রাতারাতি সেটা উধাও হয়ে যাবে তা হতে পারে না। কিন্তু এখন যে বিষয়টা নিয়ে একটা প্রাণবন্ত বিতর্ক অন্তত তৈরি হয়েছে সেটা দেখে সত্যি ভালো লাগছে।‘
অভয় বলেন, জেঠুকে আমি বেশিরভাগ সময়ই ভালোবেসে ড্যাড বলে ডাকি। উনি আউটসাইডার হিসেবে ইন্ডাস্ট্রিতে এসে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ওঁর প্রোডাকশনে আমি প্রথম ছবিটাই শুধু করেছি। তারপর নতুন পরিচালক, নতুন প্রযোজক খুঁজতে বেরিয়ে পড়েছি। আর তাতে উৎসাহ দিয়েছেন ড্যাডি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement