Viral Videos: অভিনব কায়দায় চুরি, কুকুরের 'কীর্তি' দেখে হতবাক নেটদুনিয়া
এমনিতে পশুদের ভিডিয়োতে অভাব হয় না ভিউয়ারশিপের। প্রায়শই ইন্টারনেটে ভাইরাল হয় পশুদের ভিডিয়ো।তবে সবাইকে অবাক করে দিয়েছে নেদারল্যান্ডসের সারমেয়র 'কীর্তি'।
অ্যামস্টারডাম: মালিক চোখ সরাতেই থালা থেকে খাবার তুলে নিল কুকুর। রান্নাঘরের উচু প্লাটফর্মে উঠে আজব কীর্তি ঘটাল সারমেয়। সোশ্যাল মিডিয়ায় চারপেয়ের এই চুরি দেখে হতবাক নেটদুনিয়া।
এমনিতে পশুদের ভিডিয়োতে অভাব হয় না ভিউয়ারশিপের। প্রায়শই ইন্টারনেটে ভাইরাল হয় পশুদের ভিডিয়ো।তবে সবাইকে অবাক করে দিয়েছে নেদারল্যান্ডসের সারমেয়র 'কীর্তি'। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মালিক চোখের আড়াল হতেই সোজা চেয়ার ঠেলতে শুরু করছে সারমেয়। কয়েক সেকেন্ডেই পৌঁছে গিয়েছে লক্ষ্যে।এরপরই চেয়ারে উঠে ওপেন কিচেন টপে রাখা খাবারে মুখ।মালিক আসার আগেই ভুরিভোজ প্রায় কমপ্লিট।২৫ সেকেন্ডের এই ভিডিয়োতে সেনসেশন তৈরি করেছে 'ব্ল্যাক ডগ'।
পোষ্যের এই চুরি নজর এড়াইনি মালিকের। নিজেই ভিডিয়োতে তা শ্যুট করেছেন তিনি। তবে চুরি ধরা পরলেও প্লেট থেকে মুখ সরেনি সারমেয়র। পাছে মালিক বাঁধা দেয়, তাই দ্রুত খাবার শেষ করতে মন দিয়েছে সে। লজ্জা-লজ্জা মুখে বুঝিয়েছে, বড্ড খিদে পাওয়ায় চুরি করতে বাধ্য হয়েছে সে। অন্যথায় সে নিপাট ভদ্রকুকুর।
When you leave your dog alone for a minute.. pic.twitter.com/OLFvT0TF20
— Buitengebieden (@buitengebieden_) August 17, 2021
সম্প্রতি ট্যুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন নেদারল্যান্ডসের বাসিন্দা স্যানডারস। ক্যাপশনে তিনি লিখেছেন, ''যখন আপনি আপনার কুকুরকে এক মিনিটের জন্য একা রাখেন..''। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ৩.৩ মিলিয়ন ভিউয়ারশিপ পেয়েছে এই ভিডিয়ো।সবথেকে বড় বিষয়, প্রচুর লাইক ছাড়াও ভিডিয়োর তলায় নিজেদের পোষ্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকেই।
বেশিরভাগ ক্ষেত্রেই সারমেয়র পাশে দাঁড়িয়েছে ভিউয়ার্সরা। চুরি করেও মানুষের ভালোবাসা পেয়েছে সারমেয়। সাধারণত কুকুরের আলসেমি, রাগ বা বিভিন্ন মুডের ভিডিয়ো দেখা যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। মানুষের থেকে পোষ্যদের ভিডিয়োতে বেশি মজা পান ভিউয়ার্সরা। অ্যানিমাল প্ল্যানেট বা ডিসকভারিতে পোষ্যের জন্য বিশেষ শোয়ের ব্যবস্থা করে চ্যানেল কর্তৃপক্ষ।এই ধরনের ভিডিয়োর ক্ষেত্রে ভিউয়ার্সশিপে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ে অন্যান্য ভিডিয়োগুলি।।সেই কারণে এই ধরনের ইউটিউব চ্যানেলের সাবক্রাইবার হন বহু মানুষ। নেদারল্যান্ডসের কুকুরের চুরির ভিডিয়োর ক্ষেত্রেও যার ব্যতিক্রম ঘটেনি।