এক্সপ্লোর
শুধু বিজ্ঞাপনেই কৃষকদের মনে পড়ে ওদের! উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ প্রিয়ঙ্কার
তিন সপ্তাহ আগে উত্তরপ্রদেশের শয়ে শয়ে কৃষক আখচাষের বকেয়া পরিশোধ, ঋণ মকুব ও সস্তায় বিদ্যুত সহ বিভিন্ন ইস্যুতে মিছিল করে রাজধানী অভিমুখে যাত্রা করেন। যদিও দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে কিষাণ ঘাটের দিকে এগতে থাকা কৃষকদের আটকে দেয় পুলিশ, যদিও তাদের এক প্রতিনিধিদল কৃষি ভবনের কর্তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়।

নয়াদিল্লি: মাহোবা, হামিরপুরে পৃথক ঘটনায় দেনার দায়ে ২ কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র আক্রমণ প্রিয়ঙ্কা গাঁধীর। কৃষকদের প্রতি রাজ্যের বিজেপি সরকারের ব্যবহারের নিন্দা করে তিনি ট্যুইট করেছেন, চাষিদের কথা শুধুমাত্র বিজ্ঞাপনেই মনে পড়ে ওদের, কৃষকদের হেনস্থা করার নতুন নতুন কৌশল উদ্ভাবন করেছে ওরা। কৃষিঋণ মকুবের নামে কৃষকদের ওরা ঠকিয়েছে, ইলেকট্রিসিটি বিলের নামে জেলবন্দি কৃষকদেরও প্রতারিত করেছে। রাজ্যে বৃষ্টি, বন্যায় ফসল নষ্ট হওয়ার জন্য চাষিদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন প্রিয়ঙ্কা।
उप्र सरकार ने किसानों को परेशान करने के कई तरीके ईजाद किए हैं। कर्जमाफी के नाम पर धोखा किया। बिजली बिल के नाम पर उनको जेल में डाला।
और बाढ़-बारिश से बर्बाद फसल का कोई मुआवजा नहीं मिल रहा है। उप्र में भाजपा सरकार को किसान की याद केवल विज्ञापन में आती है।https://t.co/xWZbVXJNVw
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 9, 2019
প্রসঙ্গত, তিন সপ্তাহ আগে উত্তরপ্রদেশের শয়ে শয়ে কৃষক আখচাষের বকেয়া পরিশোধ, ঋণ মকুব ও সস্তায় বিদ্যুত সহ বিভিন্ন ইস্যুতে মিছিল করে রাজধানী অভিমুখে যাত্রা করেন। যদিও দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে কিষাণ ঘাটের দিকে এগতে থাকা কৃষকদের আটকে দেয় পুলিশ, যদিও তাদের এক প্রতিনিধিদল কৃষি ভবনের কর্তাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়। এ নিয়ে ট্যুইটে প্রিয়ঙ্কা কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন করেন, কেন দাবিদাওয়া পেশ করতে দিল্লি আসতে বাধা দেওয়া হল ওদের। বিজেপি সরকার প্রচার করে, তারা কৃষকের মঙ্গল, কল্যাণ চায়। কিন্তু ওরা আখচাষের বকেয়া, কৃষিঋণ মকুব, বিদ্যুতের দাম হ্রাসের দাবি করলেস কেন ওদের কথা বলতে দেওয়া হয় না? খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















