করোনা নেই, পণ্যবাহী জাহাজ প্রবেশের অনুমতি নিউজিল্যান্ডের, নিষিদ্ধ ক্রুজ, প্রমোদতরী
বিশ্বের প্রথম দেশ হিসেবে অতিমারী-পূর্ব পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড
ওয়েলিংটন: দেশ করোনমুক্ত ঘোষিত হয়েছে আগেই। সেই মর্মে চলতি সপ্তাহের গোড়ায় করোনাভাইরাস সংক্রান্ত পূর্বে জারি হওয়া একাধিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
এবার, অর্থনীতির কথা মাথায় রেখে জলপথ খোলার ইঙ্গিত দিল নিউজিল্যান্ড। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, পণ্যবাহী ভেসেলগুলির আনাগোনার অনুমতি দেওয়া হবে। তবে, এখনই যাত্রীবাহী জাহাজ (ক্রুজ শিপ) ও প্রমোদতরীকে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
গত সোমবারই, দেশকে করোনা-মুক্ত বলে ঘোষণা করে নিউজিল্যান্ড প্রশাসন। বিশ্বের প্রথম দেশ হিসেবে অতিমারী- পূর্ব পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। এরপর ধীরে ধীরে যাবতীয় আর্থসামাজিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কেবলমাত্র সীমান্তে কিছু নিষেধাজ্ঞা এখনও জারি রয়েছে।
এখন লকডাউনের ফলে মার খাওয়া অর্থনীতিকে ফের চাঙ্গা করতে তৎপর প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, একমাত্র সেই সব ভেসেলগুলিকে বন্দরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, যেগুলির ঢোকা অত্যাবশ্যক। সেই ভেসেলের সওয়ারিরাও সেই সঙ্গে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে।
একইভাবে, কোনও পণ্যবাহী জাহাজের বদলি ক্রু যদি সোজা বিমানে করে নিউজিল্যান্ডে এসে সোজা বন্দরে পৌঁছে জাহাজ নিয়ে চলে যায়, তাঁদেরকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর মাধ্যমে জলপথও খোলা থাকবে।
সাধারণত, নিউজিল্যান্ড পৌঁছতে যে কোনও জাহাজের ন্যূনতম ১৪ দিন লাগে। ফলে, ক্রু ও অন্যান্যরা পথেই নিজেদের আইসোলেট করে রাখতে পারবেন।