News Live Updates: জম্মু-পাঠানকোট-সাম্বা সেক্টরে ড্রোন হানা, ব্যর্থ করল ভারত
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামাল ভারত, খবর সূত্রের। ভিডিও জারি সেনার। আতঙ্কে POK-তে রাতভর বাজল সাইরেন।
উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন ধ্বংস। কামাল দেখাল L 70 আর্টিলারি , ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম।
পাক ড্রোন হামলার পর চরম প্রত্যাঘাত। POK-র বাটতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় আক্রমণ ভারতের।
ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের ঠেলায় পাকিস্তান ছেড়ে পালাল দাউদ ইব্রাহিম, খবর সূত্রের। লুকিয়ে পড়েছে ছোটা শাকিলও।
সীমান্তে সংঘর্ষ, রাজধানী দিল্লিতে বাড়ল সুরক্ষা। লালকেল্লা, কুতুব মিনারে নিরাপত্তা জোরদার। মুম্বইয়ে সমুদ্র উপকূলে ঘুরে বেড়াতে নিষেধাজ্ঞা। চণ্ডীগড়-মোহালিতে বাজল এয়ার সাইরেন।
সীমান্তে সংঘর্ষের মধ্যেই তিন বাহিনীর প্রধানকে নিয়ে জরুরি বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর। রাজনাথের বৈঠক শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডোভাল, আইবি প্রধান।
সীমান্তে সংঘর্ষ, নিরাপত্তার খাতিরে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড IPL, সিদ্ধান্ত BCCI-এর। টুর্নামেন্টে বাকি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে, জানাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
সীমান্তে গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ছাড়াও জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা পাকিস্তানের। পাল্টা গুলি বিএসএফের। ৭ জইশ জঙ্গি নিহত।
India Pakistan Conflict: রাত বাড়তেই নিয়ন্ত্রণরেখায় পাক হামলা, জবাব ভারতের
রাত বাড়তেই নিয়ন্ত্রণরেখায় পাক হামলা, জবাব ভারতের
বারামুলা থেকে ভূজ-২৬টি জায়গায় পাক ড্রোন, ধ্বংস করল ভারত
India Pakistan Tension: ভারতের জবাবের মুখে পাকিস্তানের ঢাল অসামরিক বিমান
ভারতের জবাবের মুখে পাকিস্তানের ঢাল অসামরিক বিমান। ভারতের আকাশসীমার কাছ দিয়ে উড়ল পিআইও, ব্লু এয়ারের যাত্রীবাহী বিমান।






















