Last Summer Hajj: মাত্র আর একবার, তারপরেই সময় বদলে যাচ্ছে হজযাত্রার! কেন? কখন হবে?
Hajj Deaths 2024: এবার তীব্র গরমে বহু হজযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। বহু তীর্থযাত্রী মারা গিয়েছেন। এখনও পর্যন্ত ভারতের ৯৮ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর এসেছে।
![Last Summer Hajj: মাত্র আর একবার, তারপরেই সময় বদলে যাচ্ছে হজযাত্রার! কেন? কখন হবে? Next Hajj Pilgrimage will be the last summer hajj for next 17 years new hajj season Last Summer Hajj: মাত্র আর একবার, তারপরেই সময় বদলে যাচ্ছে হজযাত্রার! কেন? কখন হবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/21/0771af22ca4a74f521b277a778dd8be21718981331863385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রতিবছর সারা বিশ্বের নানা দেশ থেকে অসংখ্য তীর্থযাত্রী যান হজ (hajj) করতে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই তীর্থের গুরুত্ব অপরিসীম। কিন্তু এবারও অত্যধিক গরমে বহু হজযাত্রীর মৃত্যুর খবর এসেছে। এখনও পর্যন্ত সব দেশ মিলিয়ে হাজারেরও বেশি তীর্থযাত্রী মারা গিয়েছেন বলে সূত্রের খবর। তার মধ্যে রয়েছেন ভারতীয়রাও। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত ৯৮ ভারতীয় হজ তীর্থযাত্রীর (hajj deaths 2024) মৃত্যু হয়েছে। সাধারণ অসুস্থতার মতো কারণ থাকলেও, এবারের অত্যধিক গরমই সবার মূলে রয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগেও হজযাত্রায় (hajj 2024) গিয়ে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। গ্রীষ্মে সৌদি আরবে (saudi arabia hajj deaths) ভয়াবহ গরম থাকে। তাপপ্রবাহের (mecca temperature) পরিস্থিতি থাকে। এই আবহে হজযাত্রীদের জন্য় সুখবর শুনিয়েছে সৌদি আরবের আবহাওয়া (saudi arabia temperature) দফতর।
صورة الـحـج.. رجال الأمن، حماية ، وعون.#يسر_وطمأنينة #واس_حج45 | #واس_عام pic.twitter.com/GJnkWdv9Vp
— واس العام (@SPAregions) June 16, 2024
Gulf News-এর একটি প্রতিবেদনে প্রকাশিত- সৌদি আরবের ন্য়াশনাল মিটিওরোলজিক্যাল সেন্টারের মুখপাত্র হুসেইন-আল-কাহাতনি জানিয়েছেন, এরপরে আগামী বছরই আপাতত শেষ গ্রীষ্মকালীন হজ হয়েছে। ইসলামিক লুনার ক্যালেন্ডার অনুযায়ী হজের দিনক্ষণ স্থির হয়। সেই অনুযায়ী, আগামী বছর শুধুমাত্র গরমে হজ (Last Summer Hajj) হবে। তারপর আর দীর্ঘ ১৭ বছর গরমের সময় হজ পড়বে না। ২০২৬ সালের হজযাত্রা দিয়ে প্রথম শুরু হবে বসন্তকালীন হজ (Hajj in Spring)। যা টানা আটবছর চলবে। তারপর আরও ৮ বছর টানা চলবে শীতকালীন হজ (Hajj in Winter)। ফলে কড়া তাপপ্রবাহ এড়িয়ে তীর্থযাত্রা করতে পারবেন তীর্থযাত্রীরা। হিজরি সনের হিসেবে ১৪৬৯ পর্যন্ত অ-গ্রীষ্মকালীন সময়ে হজ চলবে। এরপর আবার হিজরি সন ১৪৭০-এ গ্রীষ্মের সময়ে পড়বে হজযাত্রা, তারপর ৯ বছর ধরে থাকবে সেই রকম।
এই বছর অত্যধিক গরমে হজযাত্রীদের অসুস্থতা এবং মৃত্যুর খবর লাগাতার আসছে। গালফ নিউজের প্রতিবেদন অনুসারে এরই মধ্যে একদিনে কমবেশি ২৭০০ জনের অসুস্থতার খবর এসেছে, যার মধ্যে সবটাই গরমজনিত কারণে কোনও অসুস্থতা বা হিটস্ট্রোকের কারণে। এই পরিস্থিতিতে যাঁরা তীর্থযাত্রীদের হজে নিয়ে আসছেন, তাঁদের বার্তা দেওয়া হয়েছে যাতে তাঁরা এই তীর্থযাত্রীদের প্রবল গরমে সাবধানে থাকার জন্য পরামর্শ দেন, সেইভাবে দেখাশোনা করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সরকারি চাকরি না করেও সহজেই হাতে পাবেন পেনশন! কী উপায়?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)